“সারা দেশে ধর্ষণ বেড়েছে, আদিবাসীদের ওপর হামলা বেড়েছে,” বলেন দীপায়ন খীসা।
Published : 12 Mar 2025, 11:55 PM
বান্দরবানের রোয়াংছড়িতে আদিবাসী নারী ধর্ষণসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন আদিবাসী শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বুধবার বিকালে সমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে পাহাড় ও সমতলের নারী নিপীড়নের বিচারের দাবি জানান তারা।
সেখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা বলেন, “সারা দেশে ধর্ষণ বেড়েছে। আদিবাসীদের উপর হামলা বেড়েছে। আমরা প্রতিবার প্রতিটি সমাবেশ থেকে নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি।
“যে রুপাইয়া শ্রেষ্ঠা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, তাকেও জুলাই পরবর্তী বাংলাদেশে হামলার শিকার হতে হয়েছে। এটাই কি নতুন দেশের পরিবর্তন? এটাই কি নতুন দেশ? দেশে যখন আদিবাসীরা নিরাপদ মনে করেন, নারী শিশুরা যখন নিরাপদ মনে করেন, তখনই দেশে সুশাসন চলছে বলা যায়।”
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা বলেন, “বান্দরবানের রোয়াংছড়িতে ভারসাম্যহীন এক জুম্ম কিশোরীকে ধর্ষণের ঘটনার খবর কোনো জাতীয় পত্রিকায় আসে নাই। গত ১৫ জানুয়ারি ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামে মৌলবাদী সংগঠনের আদিবাসীদের ওপর হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই বিচারহীনতার সংস্কৃতি চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে।”
সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হ্লামংপ্রু মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক নুমংপ্রু মারমা, বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি শুভ্র মাহাতো, হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগরের সদস্য কলি চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মিশাল ত্রিপুরা বক্তব্য দেন।
সমাবেশের পর তারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও শাহবাগ ঘুরে ফের রাজু ভাস্কর্যে যান বলে আদিবাসী শিক্ষার্থীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।