ব্যাটারিচালিত রিকশা নির্বিঘ্নে চলাচলের দাবি, গাবতলীতে সড়ক অবরোধ

প্রতিবন্ধী চালকরা অনেক দিন ধরেই পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে আসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 08:48 AM
Updated : 1 June 2023, 08:48 AM

গাবতলীসহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশা নির্বিঘ্নে চলাচলের সুযোগের দাবিতে সড়ক অবরোধ করেছে প্রতিবন্ধী চালকরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা পর্বত সিনেমা হলের সামনের মোড়ে রিকশা নিয়ে অবস্থান নিলে ওই এলাকায় যানজট দেখা দেয়।

Also Read: রিকশা ডাম্পিংয়ের প্রতিবাদে ঢাকার পলাশী মোড়ে অবরোধ

পরে পুলিশে এসে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে ঘণ্টা খানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের দাবির মধ্যে আছে- কোনো বাধা ছাড়া ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ দিতে হবে, কোনো ধরনের পুলিশি হয়রানি করা যাবে না, গ্যারেজের জন্য জায়গার ব্যবস্থা করে দিতে হবে।

মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (দারুসসালাম জোন) মো. ইত্তেখায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তারা বিভিন্ন দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছিল। কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে বুঝিয়ে বলার পর বেলা ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”

এর আগেও ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে বিক্ষোভ, সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধী চালকরা।