ব্যাটারিচালিত রিকশা ডাম্পিংয়ের প্রতিবাদে প্রতিবন্ধী চালকরা এ কর্মসূচি দেন।
Published : 16 Feb 2023, 11:18 PM
কারও এক হাত নেই, কারও এক হাত অবশ, কারওবা পা নেই- এমন একদল ব্যাটারিচালিত রিকশার চালক রাজধানীর পলাশীর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত তাদের এ কর্মসূচি চলে।
বিক্ষোভকারীদের একজন নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রায় ১৮০০ প্রতিবন্ধী পুরো ঢাকা শহরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু ট্রাফিক পুলিশ যখন-তখন ১২০০ টাকা রেকার বিল করে, আর টাকা দিতে না পারলে ডাম্পিং এ পাঠিয়ে দেয়।
“বৃহস্পতিবার পাঁচটি গাড়ি ডাম্পিংয়ে পাঠানোর কারণে পলাশীর মোড়ে সড়ক অবরোধ করা হয়।”
এ সড়কে চলার অনুমতি আছে কি না- এ প্রশ্ন শুনে কাদের নামের আরেকজন বলেন, “আমরা প্রতিবন্ধী, আমরা সবসময় সব জায়গায় চালাতে পারি।”
তবে লালবাগ বিভাগের ট্রাফিক পুলিশের উপকমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবিক কারণে তাদেরকে বেড়িবাঁধ এলাকায় চলতে দেওয়া হয়েছে। কিন্তু তারা তাদের এলাকা ছেড়ে প্রধান সড়কে চলে আসার কারণে ব্যবস্থা নেওয়া হয়।”
আধা ঘণ্টার মতো সড়ক বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, “পরে তাদেরকে বিষয়টি বোঝানো হয়েছে যে প্রধান সড়কে কখনই আসা যাবে না। পরে তারা সড়ক ছেড়ে চলে যায়।”