আহত পুলিশ সদস্য রাজ্জাককে নেওয়া হল ভারতে

গত ২৮ অক্টোবর সংঘর্ষের দিন নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 01:14 PM
Updated : 9 Nov 2023, 01:14 PM

বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে আহত পুলিশের নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিন জানান, দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেবেন রাজ্জাক। সেজন্য বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন।

তার আগে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাজ্জাককে দেখে আসেন বলে মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর পর কাকরাইলে দলটির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

সংঘর্ষের মধ্যে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হন রাজ্জাকসহ শতাধিক পুলিশ সদস্য। নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক।

মাথার খুলি ফেটে যাওয়ায় সেদিনই তার অস্ত্রোপচার হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে।

ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ৫৫ বছর বয়সী রাজ্জাকের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।

Also Read: সংঘর্ষের মধ্যে আহত পুলিশ সদস্য রাজ্জাক জীবনমৃত্যুর সন্ধিক্ষণে