ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবদুল্লাহ আল-মামুনকে এক দিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতিও দেওয়া হয়েছে।
Published : 16 Mar 2025, 08:27 PM
জুলাই-অগাস্টে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয় বলে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম জানান।
প্রসিকিউশনের পক্ষে তিনিই এদিন আবেদনের ওপর শুনানি করেন।
পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটা মামলা আছে। সেই মামলায় তিনি একাই আসামি ছিলেন।
“আজকে তার সঙ্গে আসামি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে যুক্ত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর হয়েছে। ফলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সহ-আসামি হিসেবে অন্তর্ভুক্ত হলেন।”
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবদুল্লাহ আল-মামুনকে এক দিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে তাজুল ইসলাম জানান।
শুনানির সময় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
তাজুল বলেন, “শেখ হাসিনার যে কমান্ড রেসপনসিবিলিটি, তার সবকিছু বাস্তবায়নের ডানহাত ছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সে কারণে তারা কৌশলগত কারণে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মোবাইল ফোন এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।”