ভারতীয় আবহাওয়া অফিস বলছে, বুধবার দুপুরের পর খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে এ ঘূর্ণিঝড়।
Published : 23 Oct 2023, 11:24 PM
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনিভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘হামুন’; এটা ইরানের দেওয়া নাম।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে ৪ নস্বর স্থানীয় হুঁশিয়ার সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সর্বশেষ ছয় ঘণ্টায় এ ঘূর্ণিবায়ুর চক্র ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগিয়েছে। এ ঝড় আরো ঘনিভূত হয়ে মঙ্গলবার ভোরের দিকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
তবে ঘণ্টা ছয়েকের মধ্যে শক্তি কমে আবার ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে হামুন। আরো উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুরের পর খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় দেশের দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টি ঝরাতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
হামুনের অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্বতী এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ৪ নস্বর স্থানীয় হুঁশিয়ার সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সবশেষ গত মে মাসে ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার-মায়নমার উপকূলে আঘাত হানে।