দুই দিনের এ আয়োজনে রয়েছে আর্ট ক্যাম্প, আলপনা, আলোচনা, পালাগান এবং ব্যান্ড দল জলের গান ও দলছুটের পরিবেশনা।
Published : 11 Apr 2025, 08:47 PM
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে আয়োজন করা হয়েছে ‘অলিগলি হালখাতা বর্ষবরণ ১৪৩২’ উৎসব। দুই দিনের এ আয়োজনে রয়েছে আর্ট ক্যাম্প, আলপনা, আলোচনা, পালাগান, ব্যান্ড দল জলের গান ও দলছুটের পরিবেশনা।
শুক্রবার বিকালে শাহাবুদ্দিন পার্কে বর্ষবরণের এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ‘গুলশান সোসাইটির’ সভাপতি সৈয়দ আহসান হাবীব।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের এবারও তারা বর্ষবরণের উদ্যোগ নিয়েছেন। এবারের আয়োজন শুরু হবে রোববার বিকাল ৪টা থেকে। শুরুটা হবে চারুকারু প্রদর্শনী দিয়ে। রাত ৮টায় ইসলাম উদ্দিনের পালা গান, ১০টায় শাহাবুদ্দিন পার্কের সামনে থেকে গুলশান দুই মোড় পর্যন্ত রাস্তাজুড়ে আলপনা আঁকা হবে।
তিনি বলেন, পহেলা বৈশাখের দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠান শুরু হবে। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনু মুহাম্মদ অনুষ্ঠানে থাকবেন।
এরপর সকাল ১০টায় ব্যান্ড দল জলের গানের পরিবেশনা রয়েছে। এসময় আর্ট ক্যাম্পও হবে। বেলা ১১টায় ‘সাংস্কৃতিক জাতীয়তাবাদ’ শিরোনামের আলোচনায় থাকবেন সাংবাদিক নুরুল কবির, সংস্কৃতিজন সারা যাকের, নাট্যকার আফজাল হোসেন, অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা।
বেলা ১২টায় ‘জনপরিসরে নারীর উপস্থিতি’ অনুষ্ঠানে ব্যারিস্টার সারা হোসেন, শুক্লা সিরাজ, শিক্ষক মিথিলা মাহফুজ, আদিবাসী অধিকারকর্মী ডালিয়া চাকমা কথা বলবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সমগীত গানের দল ও পৌনে ৮টায় দলছুটের পরিবেশনা থাকবে।