প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেল সাড়ে ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসবেন কমিশনের সদ্যরা।
Published : 18 Apr 2025, 11:57 PM
ক্ষমতার পালাবদলের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় ধাপে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেবে।
বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার দপ্তরে তার কাছে প্রতিবেদন হস্তান্তর করবেন কমিশনের সদস্যরা।
শুক্রবার সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়, প্রতিবেদন জমা দেওয়ার পর নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা বিকেল সাড়ে ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসবেন।
অন্তর্বর্তী সরকার গত ১৮ নভেম্বর ‘নারীপক্ষ’র প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে।
এ ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও গঠনা করা হয়।
এসব সংস্কার কমিশনকে ৯০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রথমে ৩১ মার্চ এবং দ্বিতীয় দফায় ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়।
সেগুলোর মধ্যে ‘স্থানীয় সরকার সংস্কার’ কমিশনের প্রাথমিক সুপারিশের প্রতিবেদন জমা পড়ে গত ২২ ফেব্রুয়ারি।
এরপর ২২ মার্চ জমা দেওয়া হয় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন।
শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়লে বাকী থাকবে স্বাস্থ্য, শ্রম।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় সে বছর অক্টোবরে প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। কমিশনগুলো হল- সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন সংস্কার।
এর মধ্যে পুলিশ সংস্কার ছাড়া অন্য পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।