ভারতের পাঞ্জাব রাজ্যে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত ভারতীয় হরপ্রীত সিংকে গ্রেপ্তার করেছে এফবিআই এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও)।
Published : 19 Apr 2025, 12:02 AM
বিদেশের মাটিতে বসে ভারতের পাঞ্জাব রাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত ভারতীয় হরপ্রীত সিংকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, হরপ্রীত সিংকে এফবিআই এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) স্যাকরেমেন্টো গ্রেপ্তার করেছে।
এফবিআই- এর অভিযোগ, দুই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত হরপ্রীত সিং। তিনি বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন। গ্রেপ্তার এড়াতে হরপ্রীত যোগাযোগের জন্য বার্নার ফোন ব্যবহার করতেন।
তাকে কাস্টডিতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সাত মাসে ভারতের পাঞ্জাবে ১৬ টি গ্রেনেড হামলার মধ্যে ১৪ টি হামলার ঘটনাতেই হরপ্রীত সিং জড়িত। পুলিশ ফাঁড়ি, ধর্মীয় স্থান, সাবেক পুলিশ কর্মকর্তা ও রাজনীতিবিদদের নিশানা করে এসব হামলা চালানো হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, সাবেক মন্ত্রী বর্ষীয়ান বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। গত ৭ এপ্রিল রাতে পাঞ্জাবের জলন্ধরে এই নেতার বাড়ির সামনে বোমা ছোড়া হয়।
এমনই একাধিক বোমাবাজির ঘটনায় উঠে এসেছিল হরপ্রীত ওরফে হ্যাপ্পি পাসিয়ার নাম। চণ্ডীগড়ে অবসরপ্রাপ্ত এক পাঞ্জাব পুলিশ কর্মকর্তার ওপর গ্রেনেড হামলার চার্জশিটেও ভারতের রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা (এনআইএ) হরপ্রীত-সহ মোট চারজনের নাম নথিভুক্ত করেছিল।
দীর্ঘদিন ধরে এই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনআইএ ও পাঞ্জাব পুলিশ। পাঞ্জাবে হরপ্রীতের দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে, এনআইএ-এর পক্ষ থেকে তার সম্পর্কে তথ্যদাতা যে কারও জন্য ৫ লাখ রূপি পুরস্কারও ঘোষণা করা হয়।
এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, হ্যাপি পাসিয়া নামে পরিচিত হরপ্রীত সিং ও তার সঙ্গে বাকি অভিযুক্তরা সবাই ভারতের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’ (বিকেআই) এর সদস্য। এই গোষ্ঠীর লক্ষ্য হচ্ছে, ভারতের পাঞ্জাবে স্বাধীন খালিস্তান রাজ্য প্রতিষ্ঠা করা।
এনআইএ-এর তদন্ত প্রতিবেদন বলছে, হরপ্রীত সিং এবং তার সঙ্গে অভিযুক্ত হরবিন্দর সিং সন্ধু ওরফে রিন্দা চণ্ডীগড় গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তারা ভারত-ভিত্তিক জঙ্গিদের অর্থ, অস্ত্র, লজিস্টিক সাপোর্ট এবং নির্দেশনা দিয়েছিলেন।
রিন্দা কোথায় আছেন তা জানা যায়নি। তবে তিনি এনআইএ-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন। ওদিকে, যুক্তরাষ্ট্রে হরপ্রীত সিং গ্রেপ্তার হওয়ায় এখন তার কাছ থেকে বিকেআই-এর আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হতে পারে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।
ভারতীয় কর্তৃপক্ষ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে হরপ্রীতকে প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়া শুরু করতে পারে বলেও মনে করা হচ্ছে।