“আপিল বিভাগের এই আদেশের ফলে যোগ্য প্রার্থীদের নিয়োগে সরকারের আইনগত কোনো বাধা আপাতত থাকল না।”
Published : 03 Mar 2025, 02:34 PM
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সাড়ে ৬ হাজার প্রার্থীর নিয়োগ বাতিল করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার অনুমতি দিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
অর্থাৎ, হাই কোর্টের রায় আপাতত স্থগিত থাকবে এবং আপিলের চূড়ান্ত শুনানিতে বিষয়টির নিষ্পত্তি হবে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মুনতাসির আহমেদ।
রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগের এই আদেশের ফলে যোগ্য প্রার্থীদের নিয়োগে সরকারের আইনগত কোনো বাধা আপাতত থাকল না।”
গত ৩১ অক্টোবর তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নির্বাচিত করে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
কিন্তু এক রিট মামলার রায়ে গত ৬ ফেব্রুয়ারি ওই ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। পাশাপাশি মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয় আদালত।
সেদিন রাত থেকে টানা ২৫ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা।নিয়োগ না পেলে ‘গণআত্মাহুতির’ হুমকিও তারা দিয়ে রেখেছিলেন।
তাদের টানা আন্দোলনের মুখে ওই রায় পুনর্বিবেচনার জন্য পরে আপিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর মধ্যে আপিল বিভাগের আদেশের পর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে থাকা আন্দোলনরতদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই এ সমসয় উচ্ছ্বাস প্রকাশ করেন।
পুরনো খবর
শিক্ষক নিয়োগ: বাদ পড়াদের বিষয়ে উপদেষ্টার 'সহানুভূতি'
শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের আন্দোলন দ্বাদশ দিনে
প্রাথমিকে শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিতে আবেদন সরকারের
প্রাথমিকের সহকারী শিক্ষক: তৃতীয় ধাপের নিয়োগ বাতিল
শিক্ষক পদে নিয়োগ বাতিল: ফের শাহবাগে আন্দোলনকারীরা, মহাসমাবেশের ডাক