Published : 04 May 2025, 08:47 PM
জাতীয় দলে ডাক পাওয়ার পথে আরও এক ধাপ এগোলেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে নিউ জিল্যান্ড 'এ' দলের এক দিনের ও চার দিনের ম্যাচের স্কোয়াডে ডাক পেলেন তরুণ টপ-অর্ডার ব্যাটসম্যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচের দল ঘোষণা করে বিসিবি। অমিত ছাড়াও সবশেষ জাতীয় ক্রিকেট লিগের লাল বলের সংস্করণে আলো ছড়িয়ে দলে জায়গা পেয়েছেন পেসার এনামুল হক।
প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচ ও চার দিনের ম্যাচেও নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান।
গত কয়েক মৌসুম ধরেই লাল বলের ক্রিকেটে ধারাবাহিক রান করছেন অমিত। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগেও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ভালো ছন্দে ছিলেন। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে আসরের চতুর্থ সর্বোচ্চ ৬১৪ রান করেন তিনি।
এর আগে জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসরে ১২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৭৮.৫০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭৮৫ রান করেন অমিত। জাতীয় লিগে ২০১৫ সালের পর এক আসরে সাতশর বেশি রান করা প্রথম ব্যাটসম্যান তিনি।
এমনিতে নারায়ণগঞ্জের ছেলে হলেও জাতীয় লিগে সিলেটের হয়ে খেলেন অমিত। ২০২১ সালে ১১ ইনিংসে ২টি করে ফিফটি ও সেঞ্চুরিতে তিনি করেন ৫৯০ রান। সেবার ৬০৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ফজলে মাহমুদ।
সব মিলিয়ে প্রায় ছয় বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৬ ম্যাচে অমিতের সেঞ্চুরি ৯টি। এর সঙ্গে ১২টি পঞ্চাশছোঁয়া ইনিংসও খেলেন তিনি। এই সংস্করণে এখন পর্যন্ত ৫১.৭৭ গড়ে তার সংগ্রহ ২ হাজার ৭৪৪ রান।
সবশেষ জাতীয় লিগে রানের জোয়ার বইয়ে দেওয়ার পর থেকে অমিতকে জাতীয় দলে নেওয়ার দাবি জোরাল হতে থাকে। সেই সোপানে পা রাখার আগে নিজেকে পরখ করে নেওয়ার সুযোগ তিনি পাবেন 'এ' দলের সিরিজে।
অমিতের মতোই জাতীয় লিগের সবশেষ আসরে আলো ছড়ান এনামুল। ঢাকা বিভাগের হয়ে ১৪ ইনিংসে নেন আসরের সর্বোচ্চ ৩৬ উইকেট। সব মিলিয়ে ৩৬ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার শিকার ৬৫ উইকেট।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার জন্য প্রথম দুই ওয়ানডের পর চলে আসবেন পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।
তাদের জায়গায় শেষ ম্যাচের দলে ডাক পেয়েছেন অমিত হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে এক দিনের ম্যাচের সিরিজ। একই মাঠে বুধবার পরের ম্যাচে। আউটার মাঠে সিরিজের শেষ ম্যাচ ১০ তারিখ।
এরপর মূল মাঠে ১৪ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ২১ মে থেকে।
তৃতীয় এক দিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অমিত হাসান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাসুম আহমেদ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, মুকিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম, অমিত হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, এনামুল হক, মুকিদুল ইসলাম।