Published : 04 May 2025, 08:49 PM
বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর পথনকশা ঠিক করে দলীয় নেতাকর্মীদের সে অনুযায়ী অবস্থানের নির্দেশ দিয়েছে বিএনপি।
রোববার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
চার মাস পর মঙ্গলবার লন্ডন থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সূচি রয়েছে।
রিজভী বলেন, দলের চেয়ারপারসনের বাসায় যাওয়ার পথে বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সবাইকে সুশৃঙ্খলভাবে রাস্তার দুইধারে অবস্থান নিয়ে নেত্রীকে স্বাগত জানাতে হবে। সব নেতাকর্মীদের দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে দাঁড়াতে হবে। গাড়ি বহরের সঙ্গে মোটরসাইকেলে যাওয়া যাবে না। হেঁটেও যাওয়া যাবে না।
এছাড়া বিমানবন্দর ও বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজায় কেউ ঢুকতে পারবেন না বলেও জানান তিনি।
রিজভীর নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত। ছাত্রদল লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত।
এরপর যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা থাকবেন হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত।
স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত।
কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত। এরপর শ্রমিক দল থাকবে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত।
পথের বাকি অংশের মধ্যে ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অবস্থান করবেন বনানী কাঁচাবাজার পর্যন্ত।
এরপর মুক্তিযোদ্ধা দলসহ সব পেশাজীবী সংগঠন অবস্থান করবে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত।
মহিলা দল অবস্থান করবে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন।
বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা নিজেদের সুবিধামত স্থানে অবস্থান নেবেন।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন