Published : 03 May 2025, 08:55 PM
আওয়ামী লীগে না যাওয়ার ‘পরামর্শ’ শুনলে ক্রিকেটার সাকিব আল হাসান এখন ‘রাজপথে’ থাকতে পারত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যদি সে আমার কথা শুনত এবং এভাবে রাজনীতিতে না যেত; এ ধরনের ডামি ইলেকশনে না যেত, আজ সে অনেক সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত।
“এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে।”
‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েন’ এর আত্মপ্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠান হয়। সেখানে ক্রিকেটার তামিম ইকবালও ছিলেন।
হাফিজ বলেন, “সে (সাকিব) আমার বাসায় এল। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিই, যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলি, যা করো না করো, আওয়ামী লীগ কোনো দিন করবা না। তো এটা শুনে একটু বিমর্ষ হল। তার ধারণা, আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে, ওটা হবে, এমপি তো হবেই।
সাবেক এ ফুটবলার বলেন, “তাকে বললাম, আমিও তোমার মত খেলোয়াড় ছিলাম, আমাদেরও পরিচিতি ছিল। একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম। অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম আমরা।
“খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে যাওয়া আমার মনঃপূত হচ্ছে না। তোমার অনেক নাম হয়েছে কয়েক বছর ধরে বেস্ট অব দ্যা অনার। তুমি রাজনীতিতে যেয়ো না। আর এ দলটির (আওয়ামী লীগ) বেশি দিন তার আয়ু নাই। সে চুপচাপ থেকে খানিকক্ষণ পর চলে গেল।”
আশির দশকে রাজনীতিতে যোগ দেওয়া হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন।
তিনি বলেন, ‘‘এখানে (অনুষ্ঠানে) আরও যারা স্টার ক্রিকেটার, ফুটবলার, হকি প্লেয়ার আছেন, বিশেষ করে তামিম ইকবালকে বলব, তার যথেষ্ট নাম হয়েছে, তার স্টাইল অব ব্যাটিং আমার খুবই পছন্দ। এ ধরনের আক্রমণাত্মক খেলোয়াড় তো আর দেখা যায় না।
“তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেলিং করতে পারেনি। সময়ের আগেই কোনো কোনো ফরম্যাট থেকে রিটায়ার্ড করেছে।”
ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের নেতিবাচক ভূমিকার সমালোচনা করে সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন বলেন, “আওয়ামী লীগ আসলে এসব ক্রীড়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা কাভার তৈরি করেছে। এক্সট্রা কাভার কী? এটাকে জোক হিসেবেও নিতে পারেন।
“ক্রিকেট খেলার সময় অনেক নারীও খেলা দেখতে আসেন। তারা ওল বুনেন আর খেলা দেখেন। এক নারী আরেক নারীকে বলছেন, আপা ধারাভাষ্যকাররা বলছেন, এক্সট্রা কাভার, এক্সট্রা কাভার, এ জিনিসটা কী? যাকে জিজ্ঞাসা করা হলো, সে বললেন, এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে এলেন, বল করার আগে নিজের গা থেকে সোয়েটারটা খুলে আম্পায়ারকে দিলেন, এটাই এক্সট্রা কাভার।”
তিনি বলেন, “আওয়ামী লীগের সময়কার ক্রিকেট বোর্ডে এরকম ‘এক্সট্রা কাভার’ আছে, যারা জানে না কীভাবে একজন ক্রিকেটারকে, একজন খেলোয়ারকে সামলাতে হয়।”
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। এমনকি বিদায়ী টেস্ট খেলতেও দেশে আসতে পারেননি সাবেক এ বিশ্বসেরা অলরাউন্ডার। তার বিরুদ্ধে হত্যাসহ আরও কিছু মামলা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আমিনুল হক, শরীফুল আলম ও ইশরাক হোসেন বক্তব্য রাখেন।