Published : 04 May 2025, 10:59 AM
মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ বলেন, শুক্রবার রাত ও শনিবার দিনভর রাজধানীর বনানীতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তাররা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. উজ্জ্বল হোসেন (৩৫), যুবলীগের কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা (৩৫), জেলা ছাত্রলীগের কর্মী হৃদয় হোসেন (২৪) ও আবিদ হাসান (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, গত ১৫ এপ্রিল গভীর রাতে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রেক্ষিতে তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের রোববার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
চিত্রশিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুন, 'গুরুত্ব দিয়ে' তদন্তে পুলিশ