ফারুকী লিখেছেন, ''গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল, তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’!”
Published : 16 Apr 2025, 02:12 PM
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরি করা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী ‘গুরুত্ব দিয়ে তদন্ত করছে’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
বুধবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার দপ্তর এ তথ্য জানিয়ে বলছে, দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে 'ব্যবস্থা নেওয়া হবে'।
বিবৃতিতে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছে, ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
“তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।"
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায়। তিনি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ বানিয়েছিলেন। মঙ্গলবার রাতে তার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই আগুনে পুড়ে গেছে মানবেন্দ্রর বাড়ির টিনশেডের পাকা ঘর, আসবাবপত্র, কয়েকটি প্রতিমা এবং একটি মোটরসাইকেল। আগুনে পুড়ে যাওয়া ছবি ফেইসবুকে পোস্ট করেছেন মানবেন্দ্র।
মানবেন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন পহেলা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'তাকে হুমকি দেওয়া হচ্ছিল'।
"পহেলা বৈশাখের বাঘের মোটিফ তৈরি করেছি আমি। তারপরও হুমকি পাচ্ছিলাম। তবে শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করিনি। ফেইসবুকে আসা হুমকির বিষয়ে মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।”
তিনি বলেন, “আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ খুঁজে বের করার পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ফের নির্মাণ করে দেওয়া হবে’।
ফেইসবুকে এক পোস্টে এই ঘটনার পেছনে আওয়মী লীগের হাত দেখছেন বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
ফারুকি লিখেছেন, ''শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের (জাহাঙ্গীর আলম চৌধুরী) সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিস্কার নির্দেশনা দিয়েছেন।“
আওয়ামী লীগকে দায়ী করে উপদেষ্টা লিখেছেন, ''গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল, তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’!
''এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।''
ফারুকীর কথায়, ''পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগনের ঐক্যের সামনে এরা তুচ্ছ।"