“রাতে আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেব। নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।"
Published : 17 Feb 2025, 06:09 PM
হাই কোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের আন্দোলন দ্বাদশ দিনে গড়িয়েছে।
সোমবার সকাল থেকে দিনভর তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনরতদের নেতা তালুকদার পিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে আমরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। রাতে আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেব। নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।"
গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়।
সেদিন রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। ওই রায় পুনর্বিবেচনার জন্য ইতোমধ্যে আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
পিয়াস বলেন, "এ বিজ্ঞপ্তি তিন ধাপে হয়েছিল; দুই ধাপের প্রার্থীরা ইতোমধ্যে যোগদান করেছেন। আমাদের নিয়োগ আটকে গেছে।
“শিগগিরই আপিল শুনানি হবে। আমরা আশা করি, হাই কোর্টের দেওয়া এই বৈষম্যমূলক রায় পুনর্বিবেচনা করবে সর্বোচ্চ আদালত।"
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। তাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন।
পরে সংশোধিত ফলাফল প্রকাশ করা হলে উত্তীর্ণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। নির্বাচিত এই ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের থেকে পরে চূড়ান্ত নিয়োগের তালিকা তৈরি করা হয়।