বাড়ি থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়ে ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন তিনি; সবশেষ ছয় দিন ছিলেন এক হিজড়ার আশ্রয়ে।
Published : 14 Feb 2023, 07:21 PM
জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে ‘আত্মসমর্পণ’ করা যুবক তিন বছর সৌদি আরবে কাজ করেছেন; মাস সাতেক আগে দেশে ফিরে জঙ্গিবাদে ঝুঁকেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার পুলিশের হেফাজতে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুমিল্লার ওই যুবক নিজেকে নতুন জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্য বলে দাবিও করেছেন।
তবে র্যাব বলছে, গত অক্টোবরে প্রকাশিত আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার যোগ দিতে যে ৫৫ জন ব্যক্তি ঘর ছেড়েছিলেন সেটিতে ২৬ বছর বয়সী এ যুবকের নাম নেই।
পুলিশ প্রাথমিকভাবে ৯৯৯ নম্বরে নিজে থেকে ফোন করে জঙ্গি দল থেকে পালিয়ে আসা ওই যুবকের নাম প্রকাশ করেনি, যাকে পুলিশ ঢাকার উত্তর খান এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
উত্তরখান থানার ওসি আব্দুল মজিদ জানান, ওই যুবককে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর (ডিএমপির) পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটির কর্মকর্তারা থানা থেকে নিয়ে গেছেন।
ওই যুবকের সম্পর্কে তিনি জানান, তিন বছরের মত ওই যুবক সৌদি আরবে কাজ করেছেন, যার লেখাপড়া বেশি নয়। ছয়-সাত মাস আগে ফেরার পর থেকে কুমিল্লাতেই ছিলেন। দেশে ফিরেই তিনি জঙ্গি দলে ভিড়ে যান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে গেলে তার সেই চেষ্টা সফল হয়নি, তিনি মত বদল করেন।
জঙ্গিদলে ওই যুবকের সম্পৃক্ততা কতটুকু তা যাচাই করা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই যুবক আবারও সৌদি আরবে যাওয়ার চেষ্টায় ছিলেন। এরমধ্যেই একজনের মাধ্যমে তিনি জঙ্গি সংগঠনে যুক্ত হওয়ার আমন্ত্রণ পান। ওই ব্যক্তি তাকে ঢাকায় আসতে বললে তিনি বাড়ি থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়ে ডিসেম্বরে ঢাকায় আসেন। তাকে জঙ্গিরা বাড়ি ভাড়া নিতে বললে তিনি দক্ষিণখান এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুব্ক জানিয়েছেন, ওই বাসায় বিভিন্ন সময় জঙ্গি সংগঠনের সদস্যরা আসতেন। তাকে কক্সবাজারে নিয়ে প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করা হবে বলেও নেতারা তাকে জানিয়েছিলেন। এরমধ্যে বিভিন্ন সময় তার টাকা জঙ্গি সংগঠনের নেতারা নিয়ে যান। হাত খালি হয়ে কিছুটা হতাশ হয়ে পড়েন ওই যুবক।
তার বক্তব্যের বরাতে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, এরমধ্যে জঙ্গি নেতারা তাকে সংগঠনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন করে ফেলার নির্দেশনা দেয়। এতে তার মধ্যে সংশয় দেখা দেয়। চলতি ফেব্রুয়ারিতে তার কাছে কোনো টাকা ছিল না। এরমধ্যে একদিন পথে এক হিজড়া টাকা চাইলে তিনি উল্টো তার কাছে হতাশা কথা প্রকাশ করেন। এরপর ওই হিজড়া তাকে নিজের বাসায় নিয়ে যান। গত ছয়দিন তিনি সেখানেই ছিলেন। পুলিশ সেখান থেকেই তাকে হেফাজতে নিয়ে আসে।
নিজের ‘ভুল’ বুঝতে পেরে জঙ্গিদের সঙ্গ ছাড়তে ওই যুবকের ফোন করে পুলিশি সহায়তা চাওয়ার বিষয়ে ৯৯৯ এর মিডিয়া শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার দুপুরে তাদের কাছে একটি কল আসে। সেখানে ওই যুবক নিজেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্য বলে দাবি করেন।
সেসময় কল সেন্টারে দায়িত্বরত কনস্টবল জয় বিশ্বাস কলটি ধরে তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের অতিরিক্ত উপ কমিশনারকে জানিয়ে দেন। খবর পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল ফোনে পাওয়া বিবরণ অনুযায়ী উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায়। সেখান থেকে ওই যুবককে তারা উত্তরখান থানায় নিয়ে যান।
পরিদর্শক আনোয়ার ওই যুবকের বরাতে জানান, গত ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে কথিত হিজরতের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। এরপর তিনি ঢাকার বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিভিন্ন মেসে ছিলেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য তার কক্সবাজারে যাওয়ার কথা ছিল। এক পর্যায়ে তিনি ‘ভুল’ বুঝতে পেরে পালিয়ে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয়ে যান।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, “তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন, কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। এমন সব তথ্য জানিয়ে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি ৯৯৯ এ ফোন করেন।”
বেশ কয়েকজন তরুণের ঘর ছাড়া তদন্তে নেমে ২০২২ সালের অক্টোবরে র্যাব নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সম্পর্কে তথ্য পাওয়ার কথা জানায়।
র্যাব বলছে, হরকাতুল জিহাদ, জেএমবি এবং আনসার আল ইসলামের বেশ কিছু সদস্য ২০১৭ সালে নতুন এই উগ্রবাদী সংগঠনের কার্যক্রম শুরু করে। পরে ২০১৯ সালে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে কার্যক্রম পরিচালনা করতে থাকে। গত অক্টোবরে র্যাব এই সংগঠনে যোগ দিতে ঘর ছাড়া ৫৫ জন তরুণের তালিকা প্রকাশ করে।
তবে মঙ্গলবার আত্মসমর্পণ করা ওই যুবকের নাম র্যাবের প্রকাশিত ৫৫ জনের তালিকায় নেই বলে জানিয়েছেন পুলিশের বিশেষ এ ইউনিটের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা পাহাড়ে অজস্র লিফলেট বিতরণ করেছি, যাতে কেউ ভুল পথে গেলে ফিরে আসতে পারে। আরও নানাভাবে প্রচারণা চালানো হয়েছে। সেইসব লিফলেটে আমরা বলেছি ৯৯৯ এ ফোন দিয়ে স্বাভাবিক জীবনে আসতে চাইলে সরকার সুযোগ দেবে।”
তবে এ যুবক পাহাড়ে যায়নি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংবাদমাধ্যমের প্রচারণার ফলে এখন তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ চাইছেন বলে ধারণা করা হচ্ছে।
‘ভুল বুঝে’ ৯৯৯-এ ফোন, তরুণ ‘জঙ্গির’ আত্মসমর্পণ
নিখোঁজ ‘৫৫ জন’ নতুন জঙ্গি দলে, ৩৮ জনের তালিকা দিল র্যাব
নিখোঁজ ৪ তরুণসহ সাতজনকে গ্রেপ্তারের পর র্যাব জানাল নতুন জঙ্গি দলের নাম
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
নতুন জঙ্গি দল গঠনের পরিকল্পনা হয় কারাগারে: সিটিটিসি
বম পার্টির সঙ্গে নতুন জঙ্গি দলের ‘মাসিক চুক্তির’ খবর দিল র্যাব
নতুন জঙ্গি দল: পাহাড়ে অভিযান, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার
নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র্যাব