ডেঙ্গুতে মৃত্যু দুইশ ছুঁইছুঁই

এইডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ছয়জন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2022, 01:01 PM
Updated : 12 Nov 2022, 01:01 PM

মশাবাহিত ডেঙ্গুরোগে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে; গত ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত এ বছর দেশে ডেঙ্গুতে মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে।

চলতি বছরের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যে নভেম্বরের প্রথম ১২ দিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। একক মাসে সবচেয়ে বেশি মারা গেছেন অক্টোবরে ৮৬ জন। এর আগে সেপ্টেম্বরে ৩৪ জন ও অগাস্টে ১১ জনের মৃত্যু হয়। অন্য মাসগুলোতে মৃত্যু দুই অঙ্ক ছোঁয়নি।

এর আগের দিন শুক্রবার ২৬৬ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল একজনের।

নতুন আক্রান্তদের মধ্যে শনিবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ঢাকায় ৫৩০ জন ও ঢাকার বাইরে ৩৮৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসব রোগীদের নিয়ে বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ২৪ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৫১ জন ভর্তি রয়েছেন। 

সবশেষ গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৬০২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, খুলনা বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৪৯ জন এবং সিলেট বিভাগে ৩৮৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৭ হাজার ৬৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ হাজার ১৯৬ জন।

আর নভেম্বরে এখন পর্যন্ত ৯ হাজার ৬৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরে এ সংখ্যা ছিল ২১ হাজার ৯৩২ জন এবং সেপ্টেম্বরে ৯ হাজার ৯১১ জন।

Also Read: ডেঙ্গুর প্রকোপ এক সপ্তাহে কিছুটা কমেছে

Also Read: ডেঙ্গুতে মৃত্যু আগের হিসাব ছাড়িয়ে গেল

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন। সরকারি হিসাবে সেবার মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।

মাঝে এক বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও ২০২১ সালে ফের ৫৮ জেলায় ডেঙ্গু ছড়ায়। তাতে ২৮ হাজার ৪২৯ জন এ রোগ নিয়ে হাসপাতালে যায়, মৃত্যু হয় ১০৫ জনের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হন, শুধু তাদেরই তথ্য আসে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আক্রান্ত হয়েছেন কিন্তু হাসপাতালে ভর্তি হননি, এমন ব্যক্তিরা সরকারের হিসাবের বাইরেই থেকে যান।