২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের সময়কার সীমানাই অপরিবর্তিত গত ২৬ ফেব্রুয়ারি খসড়া প্রকাশ করা হয়। পরে ৩৮টি আসনে দাবি-আপত্তি বিষয়ে শুনানি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হল।
Published : 03 Jun 2023, 02:13 PM
কিছু আসনে ‘সামান্য’ পরিবর্তন এনে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
শনিবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকার জারি হয়েছে।
কোন কোন আসনের সীমানায় পরিবর্তন এসেছে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০-১২টি আসনের সীমানায় সামান্য পরিবর্তন এসেছে। আগামীকাল (রোববার) বিস্তারিত জানানো সম্ভব হবে।”
সংসদীয় আসনের সীমানার প্রাথমিক খসড়া গত ২৬ ফেব্রুয়ারি খসড়া প্রকাশ করে এ নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
নির্ধারিত সময়ে ৩৮টি আসনের বিপরীতে শতাধিক আবেদন পড়ে। সেগুলোর ওপর ৩ থেকে ১৪ মে শুনানি হয়।
এরপর সব বিচার-বিশ্লেষণ শেষে কমিশন সবকিছু চূড়ান্ত করে জুনের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের রোডম্যাপ রাখে।
৩৮টি আসনে দাবি-আপত্তির আবেদন এলেও ১০-১২টি আসনের বিষয়ে যুক্তিতর্ক ও বিশ্লেষণগুলোই বেশি আমলে নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ‘অল্প সংখ্যক’ আসনে পরিবর্তন আসছে বলে গত মঙ্গলবারই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
যেসব আসনে পরিবর্তন
চূড়ান্ত তালিকা পর্যালোচন করে দেখা গেছে পিরোজপুর-১ ও ২, গাজীপুর ২ ও ৫, ফরিদপুর ২ ও ৪, কুমিল্লা ১ ও ২ এবং নোয়াখালী ১ ও ২ আসনে পরিবর্তন এসেছে।
পিরোজপুর-১ আসন আগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এ আসনের সীমানা পুনর্নির্ধারন করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিলো।
আর নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড গাজীপুর-২ আসনের সাথে যুক্ত করা হয়েছে। আগে এই ওয়ার্ড গাজীপুর-৫ সংসদীয় আসনে ছিল।
ফরিদপুর-২ আসন থেকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেয়া হয়েছে৷ ফরিদপুর-৪ আসনে আগে এই ইউনিয়ন বাদে সদরপুর উপজেলা ছিল, এখন পুরো সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে বাদ দেয়া হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে তিতাস উপজেলাকে। কুমিল্লা-২ সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে মেঘনা উপজেলাকে।
নোয়াখালী–১ ও ২ আসনের সীমানায় একটি ইউনিয়ন রদবদল করা হয়েছে। নোয়াখালী–১ থেকে বজরা ইউনিয়ন কেটে নোয়াখালী–২ আসনে যুক্ত করা হয়েছে।
নোয়াখালী-২ সংসদীয় আসন আগে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও আম্বর নগর নিয়ে গঠিত ছিল। এবার এই তিন ইউনিয়ন ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে এই আসনে যুক্ত করা হয়েছে।
এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নতুন গঠিত প্রশাসনিক এলাকা অন্তর্ভুক্তের ফলে কিছু আসনের সীমানায় পরিবর্তন এসেছে।
এর মধ্যে রয়েছে ময়মনসিংহ-৪, মাদারীপুর-৩, সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৭, সিলেট ১, সিলেট-৩ ও কক্সবাজার-৩ আসন।
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করবে।
সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নুরুল হুদা কমিশন ২০১৮ সালের ৩০ এপ্রিল ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে।
এর আগে ১৯৮৪ ও ১৯৯১ সালের পর ২০০৮ সালে এটিএম শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের জন্য শতাধিক আসনে সীমানা পরিবর্তন আনে। এরপর কাজী রকিবউদ্দিন আহমদ কমিশন দশম সংসদ নির্বাচনে ৫০টি আসনে ছোটখাটো পরিবর্তন আনে।
সংসদীয় সীমানা: ১২৬ আপত্তির শুনানি ৩ মে শুরু