নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ে আবেদন জমা পড়েছিল ১৮৬টি; পক্ষে ৬০টি আবেদনের শুনানি করতে হবে না।
Published : 04 Apr 2023, 05:54 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি আগামী ৩ মে শুরু হবে।
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের প্রধান কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পরে কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, কমিশন বসে সিদ্ধান্ত নিয়েছে- কুমিল্লা অঞ্চলের মোট আবেদনগুলোর শুনানি হবে ৩ মে; রাজশাহী অঞ্চলসহ সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার শুনানি ৭ মে; ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলসহ ফরিদপুর ও ঢাকা অঞ্চলের আবেদনের শুনানি ১১ মে। আর বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনের শুনানি ১৪ মে হবে। রংপুর ও সিলেট অঞ্চলে কোনো দাবি কিংবা আপত্তি জমা পড়েনি।
তিনি বলেন, শুনানিতে যুক্তি উপস্থাপনের সুযোগ রয়েছে। এরপর কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে আগের সীমানা ধরে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে ওই দিনই খসড়া নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন।
সংসদীয় আসনের সীমানা: ১৮৬ আবেদন জমা, রংপুর-সিলেটে নেই
সংসদ নির্বাচন আগের সীমানাতেই, খসড়া প্রকাশ
নির্ধারিত সময়ে ৩৮ আসনে ১৮৬টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সীমানা বহালের পক্ষে ৬০টি ও আপত্তি আবেদন পড়েছে ১২৬টি।
তখন কমিশনার আনিছুর রহমান জানিয়ছিলেন, বর্তমান সীমানা বহাল রাখার আবেদনে শুনানির দরকার হবে না। যদি বিপক্ষে কেউ বলে থাকে, তখন শুনানির দরকার হবে। সে ক্ষেত্রে চার দিনে ১২৬টি আবেদন শুনবে নির্বাচন কমিশন।
সীমানার পক্ষে-বিপক্ষে আবেদনের মধ্যে কুমিল্লা অঞ্চলে সর্বোচ্চ ৮৪টি, রাজশাহীতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩টি আবেদন রয়েছে। এছাড়া বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি, খুলনা ও ফরিদপুর অঞ্চলে পাঁচটি করে এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে একটি করে আবেদন পড়েছে।
এ বছরের মাঝামাঝি এসব আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করার কথা রয়েছে।