পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।
Published : 02 Nov 2023, 05:48 PM
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে মোট ভোটারের সংখ্যা এখন ১১ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৬৩৩ জন।
বুধবার সবশেষ ভোটার সংখ্যার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
নভেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আসনভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করে ফেলেছে ইসি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকাভুক্ত হওয়া ও ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “এখন সারাদেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।”
এর আগে গেল মার্চে হালনাগাদ শেষে দেশের ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এরপর নতুন ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন যুক্ত হয়েছে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসাবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।
ছবিসহ ভোটার তালিকা চালুর পর নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ; দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১১ লাখ, একাদশ সংসদে ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিল।
নির্বাচন ঘিরে কার কী কাজ, মন্ত্রণালয়গুলোকে জানাল ইসি
দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তথ্য তুলে ধরে বিকালে ইসির এনআইডি উইং মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর জানান, তফসিল ঘোষণার জন্য ভোটার তালিকা মুদ্রণের প্রস্তুতি শেষ হয়েছে।
তিনি বলেন, “এ সংখ্যাটাই ভোটের জন্য চূড়ান্ত। আসনভিত্তিক ভোটার তালিকা (৩০০ আসনের জন্য) হয়েছে এবং সিডিও তৈরি হয়েছে, জেলা পর্যায়ে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করেই নির্বাচন হবে। কমিশনের কোনো সিদ্ধান্ত ও নির্দেশনা থাকলেও কিছু সংযোজন বা বিয়োজন হতে পারে। এরমধ্যে মৃত্যুবরণ থাকলে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।”
আগের ১১ নির্বাচন ও ভোটের হার
ভোটের তারিখ ও সংসদ নির্বাচন | মোট ভোটার | প্রদত্ত ভোট | প্রদত্ত ভোটের হার |
৭ মার্চ ১৯৭৩-প্রথম সংসদ নির্বাচন | ৩,৫২,০৫,৬৪২ | ১,৯৩,২৯,৬৮৩ | ৫৫.০০% |
২৮ ফেব্রুয়ারি ১৯৭৯- দ্বিতীয় সংসদ নির্বাচন | ৩,৮৩,৬৩,৮৫৮ | ১,৯৬,৭৬,১২৪ | ৫১.১২% |
৭ মে ১৯৮৬- তৃতীয় সংসদ নির্বাচন | ৪,৭৮,৭৬,৯৭৯ | ২,৮৫,২৬,৬৫০ | ৫৯.৫৮% |
৩ মার্চ ১৯৮৮-চতুর্থ সংসদ নির্বাচন | ৪,৯৮,৬৩,৮২৯ | ২,৫৮,৩২,৮৫৮ | ৫৪.৯২% |
২৭ ফেব্রুয়ারি ১৯৯১- পঞ্চম সংসদ নির্বাচন | ৬,২১,৮১,৭৪৩ | ৩,৪৪,৭৭,৮০৩ | ৫৫.৪৫% |
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬-ষষ্ঠ সংসদ নির্বাচন | ৫,৬৭,০২,৪১২ | ১,১৭,৭৬,৪৮১ | ২৬.৫০% |
১২ জুন ১৯৯৬- সপ্তম সংসদ নির্বাচন | ৫,৬৭,১৬,৯৫৩ | ৪,২৮,৮০,৫৭৬ | ৭৪.৯৬% |
১ অক্টোবর ২০০১- অষ্টম সংসদ নির্বাচন | ৭,৪৯,৪৬,৩৬৪ | ৫,৬১,৮৫,৭০৭ | ৭৫.৫৯% |
২৯ ডিসেম্বর ২০০৮- নবম সংসদ নির্বাচন | ৮,১০,৮৭,০০৩ | ৭,০৬,৪৮,৪৮৫ | ৮৭.১৩% |
( ছবিসহ ভোটার তালিকা শুরু ) | |||
৫ জানুয়ারি ২০১৪- দশম সংসদ নির্বাচন | ৯,১৯,৬৫,১৬৭ | (ভোট ১৪৭ আসনে) | ৪০.০৪% |
(১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা) | |||
১,৭৩,৯২,৮৮৭ | |||
৩০ ডিসেম্বর ২০১৮-একাদশ সংসদ নির্বাচন | ১০,৪১,৯০,৪৮০ | ৮, ৩৫,৩২, ৯১১ | ৮০.২০% |
দ্বাদশ সংসদ নির্বাচন | ১১, ৯৬, ৯১, ৬৩৩ জন। | ||
তফসিল ঘোষণার অপেক্ষা | ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট | ||
( পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন) | |||