দুই বন্ধু একসঙ্গে আড্ডা দেওয়ার সময় একজন খোঁচা দিলে আরেক বন্ধু ছুরি মারে, বলে ওসি জানান।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কাঁচামালের আড়তে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম জানান, সোমবার রাতে বড়বাজার কাঁচামালের আড়তে দুই পক্ষের মারামারিতে ইমরান নামে ২৬ বছর বয়সী ওই যুবক খুন হন।
এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামে আরও দুইজন ছুরিকাহত হয়েছেন। তারা সবাই আড়তের লাইনম্যান হিসাবে কাজ করেন। লাইনম্যানের কাজ হল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা ও বিভিন্ন টোলের টাকা তোলা।
পুলিশ জানায়, মারামারির পর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তাদের যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তারা পুলিশকে বলেছেন, আড়তেরই একটি পক্ষের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।