হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ‘কোনো খাবার, বিদ্যুৎ, জ্বালানি’ সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
Published : 09 Oct 2023, 06:11 PM
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট জানিয়েছেন, তিনি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে ‘পুরোপুরি অবরুদ্ধ’ করার নির্দেশ দিয়েছেন।
সোমবার গণমাধ্যমের সামনে তিনি বলেন, “কোনো বিদ্যুৎ, কোনো খাবার, কোনো জ্বালানি ভূখণ্ডটিতে সরবরাহ করা হবে না।”
তিনদিক থেকে গাজা ভূখণ্ডকে ঘিরে আছে ইসরায়েল ও মিশর, আরেক দিকে ভূমধ্যসাগর। গাজার আকাশসীমা ও উপকূল ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। ইসরায়েলের সীমান্ত ক্রসিংগুলো দিয়ে কারা এবং কী কী পণ্য গাজায় প্রবেশ করবে ও গাজা থেকে বের হবে তা সীমাবদ্ধ করে রেখেছে ইহুদি রাষ্ট্রটি।
একইভাবে মিশরও তাদের সীমান্ত দিয়ে কারা গাজায় প্রবেশ করবে ও বের হবে তা নিয়ন্ত্রণ করে আসছে।
শনিবার ভোরে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাস আচমকা ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। এ সময় হামাসের অনেক যোদ্ধা সীমান্ত বেড়া ভেঙে ও টপকে ইসরায়েলে প্রবেশ করে। রকেট ও অনুপ্রবেশকারী হামাস যোদ্ধাদের সম্মিলিত আক্রমণে ইসরায়েলে সেনাসহ সাত শতাধিক মানুষ নিহত ও আড়াই হাজারেরও বেশি আহত হয়। হামাসের যোদ্ধারা সামরিক বাহিনীর সদস্যসহ বহু ইসরায়েলিকে ‘বন্দি’ করে নিয়ে যায়।
এর জবাবে শনিবার সকাল থেকে গাজা ভূখণ্ডে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এতে এ পর্যন্ত ৫১১ জন নিহত ও ২৭৫০ জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েলে হামাসের হামলার ৪৮ ঘণ্টারও বেশি সময় পর দেশটির সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, তারা গাজার আশপাশে ইসরায়েলের যে এলাকাগুলোতে হামাস যোদ্ধারা অবস্থান নিয়ে লড়াই করছিল ফের সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।
এদিকে ব্যাপক পাল্টা হামলার শিকার হওয়ার পরও ফের ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেও বিস্ফোরণ শোনা গেছে বলে বিবিসি জানিয়েছে।
গাজার উত্তর সীমান্তের কাছে ইসরায়েলে আশকেলন শহরে গাজা থেকে ছোড়া রকেট বিস্ফোরণে চারজন আহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর জখম হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে। আরও উত্তরে আশদোদ শহরে হামাসের রকেটে এক নারী গুরুতর আহত হয়েছে।
আরও পড়ুন:
রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ‘হামাসের পাশে ইরান’
গাজায় এক লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ