ইসরায়েলে ঢুকে পরা ফিলিস্তিনি যোদ্ধাদের একটি দল নেগেভ মরুভূমিতে সুপারনোভা সংগীত উৎসবে হামলা চালায়।
Published : 09 Oct 2023, 12:32 PM
ইসরায়েলকে আশ্চর্য করে দেওয়া নজিরবিহীন আক্রমণের সময় দেশটিতে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের হামলায় এক সংগীত উৎসবে অন্তত ২৬০ জন নিহত হয়েছে বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে।
শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমিতে সুপারনোভা সংগীত উৎসবেও হামলা চালায় হামাসের যোদ্ধারা। সংগীত উৎসবটি উন্মুক্ত মরুভূমিতে আয়োজন করায় হামলার মুখে গা ঢাকা দেওয়ার তেমন সুযোগ পাননি সেখানে জড়ো হওয়া লোকজন।
বিবিসি জানিয়েছে, এই সংগীত উৎসবকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই সংগীত প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছিল, অনুষ্ঠানটির তারিখ ইহুদিদের ধর্মীয় উৎসব শুক্কতের সঙ্গে মিলে গিয়েছিল। রাতব্যাপী উৎসবটিতে যোগ দিতে প্রায় ৩০০০ মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় গাজা ভূখণ্ড থেকে ইসরায়েল লক্ষ্য করে হাজার হাজার রকেট ছুড়তে শুরু করে হামাসের যোদ্ধারা। তারা ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ছুড়েছে বলে হামাসের এক কমান্ডার দাবি করেছেন। ইসরায়েল প্রায় আড়াই হাজার রকেট তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে বলে জানিয়েছে।
এই রকেট হামলা চলার সময় গাজার বহু যোদ্ধা সীমান্ত বেড়া ভেঙে, বেড়ার ওপর দিয়ে প্যারাগ্লাইডিং করে ইসরায়েলে ঢুকে পড়ে। অনুপ্রবেশ করা এই ফিলিস্তিনি যোদ্ধাদের একটি দল সুপারনোভা সংগীত উৎসবে হামলা চালায়। নেগেভ মরুভূমির এই সংগীত উৎসবস্থলটি ছিল ইসরায়েলের কিবুতজ রিম গ্রামের কাছে, যা গাজা ভূখণ্ড থেকে তেমন একটা দূরে না।
উৎসবে অংশ নেওয়া ওরতেল নামের এক নারী ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভকে জানান, ভোরে সবাইকে সতর্ক করার জন্য যখন রকেট হামলার সাইরেন বেজে ওঠে তখন তারা কিছু একটা ঘটেছে বলে প্রথম ইঙ্গিত পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রকেট হামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ শোনা যেতে থাকে।
“তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় আর হঠাৎ যেন শূন্য থেকে হামলাকারীরা গুলি করতে করতে ভেতরে ঢুকে পড়ে, তার সবদিকে গুলি ছুড়তে থাকে,” বলেছেন ওরতেল।
“পিকআপে করে ৫০ জন হামলাকারী সেখানে হাজির হয়, তাদের পরনে সামরিক উর্দি।”
তিনি জানান, লোকজন উৎসবস্থল ছেড়ে পালাতে শুরু করে, মরুভূমির বালুর ওপর দিয়ে দৌঁড়ে গিয়ে নিজেদের গাড়ির ভেতর ঢুকে পালানোর চেষ্টা করে তারা, কিন্তু জিপে করে আসা বন্দুকধারীরা তাদের ধাওয়া করে গুলি করতে থাকে।
ওরতেল একটি ঝোঁপে লুকিয়ে ও পরে একটি গাছে উঠে নিজের প্রাণ রক্ষা করেন।
উৎসব স্থলে তিনটি মঞ্চ ছিল। ছিল ক্যাম্পিং এলাকা, বার ও খাবারের জায়গা। নেগেভ মরুভূমির একটি গ্রামীণ খামার এলাকায় উৎসবটির আয়োজন করা হয়েছিল। উৎসবস্থল থেকে বেশ কয়েকজনকে ধরে বন্দি করে গাজায় নিয়ে যায় ফিলিস্তিনি যোদ্ধারা।
পরে উদ্ধারকারী সংস্থা জাকা ঘটনাস্থলে ২৬০টিরও বেশি মৃতদেহ খুঁজে পায়।