এর আগে গাজা থেকে হামাসের মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে অন্তত ১০০ জন নিহত এবং ৭৪০ জন আহত হয়েছেন।
Published : 07 Oct 2023, 07:43 PM
হামাসের রকেট হামলার জবাব দিতে গাজায় ইসরায়েলের আকাশ হামলায় অন্তত ১৯৮ ফিলিস্তিনি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
শনিবার ভোরে নজিরবিহীন এক হামলায় ঘুম ভেঙেছে ইসরায়েলিদের। তারপর থেকে আতঙ্ক আর অবিশ্বাসের মধ্যে দিন কাটাচ্ছেন দেশটির প্রতিটি মানুষ। গাজা থেকে হামাসের মুহুর্মুহু রকেট হামলায় সেখানে অন্তত ১০০ জন নিহত এবং ৭৪০ জন আহত হয়েছেন।
হামাসের এই হামলার জবাব দিতে গাজায় ব্যাপক আকারে আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গাজায় ১৭টি জঙ্গি আস্তানা এবং হামাসের চারটি অপারেশনাল হেডকোয়ার্টারে হামলা চালানোর কথা জানানো হয়।
আইডিএফ ঘোষণা দিয়েই গাজায় হামলা চালিয়েছে।
এদিকে আইডিএফ দাবি করেছে, হামাস যোদ্ধারা তাদের কয়েকজন ‘সেনা এবং বেসামরিক নাগরিককে’ অপহরণ করে নিয়ে গেছে। তবে ঠিক কতজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে সংখ্যা তারা জানায়নি।