‘সুদানের সংকট বিশ্বের জন্য দুঃস্বপ্নে পরিণত হতে পারে’

বিবাদমান দুই পক্ষকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করার পরামর্শ দেশটির সাবেক প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদকের।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2023, 05:01 PM
Updated : 29 April 2023, 05:01 PM

সুদানের চলমান সংকট নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক বলেছেন, সুদানের অবস্থা সিরিয়া এবং লিবিয়ার চেয়েও খারাপ হতে পারে।

বলেছেন, ‘‘যদি লড়াই অব্যাহত থাকে তবে তা বিশ্বের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে।”

মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ত্রাণ কার্যক্রমের জন্য সুদানে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতি চলছে। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও রাজধানী খার্তুমে লড়াই অব্যাহত আছে।

গত ১৫ এপ্রিলে সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ।

এ লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশপাশের নগরীগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে হাসপাতাল ও অন্যান্য পরিষেবা।

শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি সম্মেলনে হামদক বিশ্বনেতাদের একজোট হয়ে সুদানের বিবাদমান দুই পক্ষকে চাপ প্রয়োগ করে শান্তি আলোচনায় বসতে বাধ্য করার তাগাদা দেন।

বলেন, ‘‘সুদান অনেক বড় দেশ, খুবই বৈচিত্রময়.....আমার মনে হয় এটা বিশ্বের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে।

‘‘এই যুদ্ধ একটি সামরিক বাহিনী আর ছোট বিচ্ছিন্নতাবাদী দলের মধ্যে হচ্ছে না। বরং বলতে গেলে, দুইটি সামরিক বাহিনীর মধ্যে এই লড়াই চলছে। যারা খুব ভালোভাবে প্রশিক্ষিত এবং ভারি অস্ত্র সজ্জিত।

হামদক ২০১৯ ও ২০২২ সালের মধ্যে দুইবার সুদানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, তার দেশে যে অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধের চেয়েও মারাত্মক রূপ নিতে পারে।

সিরিয়া ও লিবিয়ায় গৃহযুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ শরণার্থী হয়েছেন এবং পুরো অঞ্চলজুড়ে অস্থিরতার সৃষ্টি হয়েছে।

Also Read: বোমা বর্ষণ বন্ধ না হলে কোনো আলোচনা নয়: সুদানের আরএসএফ প্রধান

Also Read: সুদানে যুদ্ধবিরতির সময় বাড়লেও লড়াই চলছে