তারা মার্কিন যুদ্ধজাহাজসহ তিনটি জাহাজে হামলার দাবি করলেও কোনো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে কিনা তা স্পষ্ট হয়নি।
Published : 17 Jun 2024, 02:14 PM
ইয়েমেনের ক্ষমতাসীন হুতিরা একটি মার্কিন যুদ্ধজাহাজসহ আরও দুটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
রোববার তারা জানিয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে এসব হামলা চালিয়েছে তারা।
এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, এর পাশাপাশি ক্যাপ্টেন প্যারিস নামের একটি বেসামরিক জাহাজ লক্ষ্য করে নৌ-ক্ষেপণাস্ত্র এবং হ্যাপি কনডোর নামের আরেকটি বেসামরিক জাহাজে ড্রোন যোগে হামলা চালিয়েছে।
তারা এমন দাবি করলেও কোনো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে কিনা তা স্পষ্ট হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
রোববার ভোররাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় বন্দর শহর আল মুখা থেকে ৪০ নটিক্যাল মাইল দক্ষিণ থেকে একটি জাহাজ জানিয়েছে তাদের কাছাকাছি দুটি বিস্ফোরণ ঘটেছে।
তবে বিস্ফোরণ সত্ত্বেও জাহাজটি ও এর ক্রুরা নিরাপদ আছে এবং তাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে ইউকেএমটিও জানিয়েছে। জাহাজটির নাম জানায়নি তারা।
ইরান সমর্থিত হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বা গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ইয়েমেন উপকূলে এক জাহাজের কাছে ২ বিস্ফোরণ
হুতিদের হামলায় লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় বহু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছেন ও অন্তত একটি জাহাজ ডুবে গেছে।
হুতিদের এসব হামলা বন্ধ করতে তাদের সামরিক স্থাপনা ও অবস্থানগুলোতে বেশ কয়েকদিন ধরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, কিন্তু তারপরও পশ্চিমা শক্তিগুলো তাদের থামাতে পারেনি।
ইরানের সমর্থনপুষ্ট হুতিরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ গুরুত্বপূর্ণ শহর ও জনবহুল এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে।