হামাস ইসরায়েলের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ৫৩ জনকে ‘যুদ্ধবন্দি’ করার দাবি করেছে।
Published : 07 Oct 2023, 10:24 PM
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, হামাস যোদ্ধারা তাদের কয়েকজন ‘সেনা এবং বেসামরিক নাগরিককে’ অপহরণ করে নিয়ে গেছে। তবে ঠিক কতজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে সংখ্যা তারা জানায়নি।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও এক বিবৃতিতে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলেছে, জিম্মিদের উদ্ধারে যুদ্ধ চলছে।
ভয়ানক এক দুঃস্বপ্ন হয়ে শনিবারের ভোর এসেছিল ইসরায়েলিদের জীবনে। ঘুমের ঘোরেই তারা গাজা থেকে হামাসের ছোড়া একের পর এক রকেট হামলার শিকার হন। হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে গণহত্যাও চালিয়েছে।
হামাস দাবি করেছে তারা ইসরায়েলের সেনাবাহিনীর একজন মেজর জেনারেলসহ মোট ৫৩ জনকে ‘যুদ্ধবন্দি’ করেছে।
আল জাজিরা অ্যারাবিক চ্যানেলকে হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপ প্রধান সালেহ আল-আরোউরি বলেন, “আমাদের হাতে যা আছে তার বিনিময়ে ইসরায়েল থেকে সব বন্দিকে মুক্ত করে আনা যাবে।
“আমরা দখলদার সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বন্দি করেছি। অনেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। অনেক ইসরায়েলি মারা গেছেন, এমনকি কারাবন্দিরাও। এবং এখনো তুমুল লড়াই চলছে।”
আরও পড়ুন:
গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে নজিরবিহীন হামলায় নিহত ৪০
আমরা ‘যুদ্ধে আছি’: হামাসের হামলায় হতাহতের পর নেতানিয়াহু
ইসরায়েলকে ‘দৃঢ় সমর্থন’ যুক্তরাষ্ট্রের, ফিলিস্তিনিদের পাশে ইরান