নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই সমাবেশে যোগ দেওয়া কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তোরিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ আখ্যা দিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
Published : 28 Oct 2024, 09:24 PM
যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারে নিউ ইয়র্কে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পের সমাবেশ শেষ পর্যন্ত সাড়া জাগানো বক্তব্য রাখতে আসা বক্তাদের বক্তব্যে বিতর্কে পর্যবসিত হয়েছে।
রোববারের এই সমাবেশে যোগ দেওয়া কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তোরিকোকে ‘মহাসাগরের মাঝে আবর্জনার ভাসমান দ্বীপ’ বলে মন্তব্য করেন।
তার এই বিতর্কিত মন্তব্যের ব্যাপক নিন্দা হয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলের পক্ষ থেকেই। পুয়ের্তোরিকোর গভর্নর পেদ্রো কমেডিয়ান টনির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, “টনিই মুখ থেকে আবর্জনা উগলে দিয়েছেন। আমাদের জাতিতে এখনও যে বর্ণবাদ, কুসংস্কার রয়ে গেছে সেটিই সামনে এসেছে এমন মন্তব্যের মধ্য দিয়ে।”
পুয়ের্তোরিকোর গভর্নর পেদ্রোর পূর্বসূরি রিকার্ডো রোসেল্লোও নিন্দা জানিয়ে বলেছেন, “টনির মন্তব্য জঘন্য এবং অপমানকর।” তিনি বলেন, নিউ ইয়র্কে ১০ লাখেরও বেশি পুয়ের্তোরিকানের বাস। ট্রাম্প এ বিষয়ে কিছু না বললে “এই মন্তব্যের জন্য তাকে ভোটে মূল্য দিতে হবে।”
ট্রাম্পের প্রচারশিবিরের উপদেষ্টা টনি হিঞ্চক্লিফের মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প শিবির সঙ্গে সঙ্গেই বলেছে, “টনি যা বলেছেন তা সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থান বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়।”
ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট স্যোশাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, “টনির কথা সত্য নয়। পুয়ের্তোরিকানরা চমৎকার মানুষ, চমৎকার আমেরিকান।”
ওদিকে, ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ই–মেইলে বলেন, “এই নির্বাচনী সমাবেশে বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে।”
নিউ ইয়র্ক রাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশ করেন ট্রাম্প। এই সমাবেশে ট্রাম্প ও তার মিত্ররা কেবল বর্ণবাদী মন্তব্যই করেননি বরং ট্রাম্পের প্রতিপক্ষ হ্যারিসকে কদর্য আক্রমণ করেও কথা বলেছেন।
হ্যারিসকে খুবই কম আইকিউসম্পন্ন বলে অভিহিত করেছেন ট্রাম্প। তার আরেক রিপাবলিকান মিত্র হ্যারিসকে ‘খ্রীষ্টবিরোধী’ও আখ্যা দেন।
ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে প্রায় দেখাই যায়নি। তবে রোববার ম্যাডিসন স্কয়ারের ওই সমাবেশে মঞ্চে মেলানিয়াকে দেখা গেছে। ট্রাম্পের হাত ধরে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন তিনি।
সমাবেশে বক্তব্যও দিয়েছেন তিনি। ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচার সমাবেশে স্ত্রী মেলানিয়ার দেওয়া প্রথম বক্তব্য ছিল এটি।