অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীগুলো এ বছর কাশ্মীর উপত্যকা থেকে শুরু করে জম্মুর পাহাড়ি অঞ্চলজুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে।
Published : 18 May 2023, 02:36 PM
বিচ্ছিন্নতাবাদী হামলা বেড়ে যাওয়ায় জি২০ এর পর্যটন সংক্রান্ত একটি বৈঠক ঘিরে কাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসছে সেপ্টেম্বরে দেশটির রাজধানী নয়া দিল্লিতে জি২০-র শীর্ষ সম্মেলন হওয়ার কথা। তার আগে সিরিজ বৈঠকের অংশ হিসেবে চলতি মাসের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে জি২০ সদস্যদের পর্যটন সংক্রান্ত একটি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা।
অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীগুলো এ বছর কাশ্মীর উপত্যকা থেকে শুরু করে জম্মুর পাহাড়ি অঞ্চলজুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে; শ্রীনগর ওই কাশ্মীর উপত্যকাতেই অবস্থিত।
জম্মুতে এ বছর চারটি হামলায় ১০ সেনা ও ৭ বেসামরিক নিহত হয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের দাবি দাওয়া তুলে ধরতে ও প্রচার করতে জি২০-র বৈঠকের সময় বা তার আগে হামলা চালাতে পারে।
বুধবার দেশটির সামরিক ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা সামরিকবাহিনী পরিচালিত জম্মুর একটি স্কুলে হামলা চালিয়ে সেখানকার শিক্ষার্থীদের জিম্মি করতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে।
এ কারণে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অপাতত বন্ধ রেখে জি২০ বৈঠক পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ অনলাইনে নিতে বলা হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।
নিরাপত্তা সংস্থাগুলো শ্রীনগর নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেবে না, বলছেন তারা।
কাশ্মীর উপত্যকার পুলিশপ্রধান বিজয় কুমার রয়টার্সকে বলেছেন, শ্রীনগরে কমান্ডো মোতায়েন করা হয়েছে; সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তারাও বিভিন্ন এলাকায় থাকবে।
শ্রীনগর ১৯৮৯ সাল থেকেই ভারত থেকে পৃথক হতে চাওয়া কাশ্মীরের মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের তৎপতার কেন্দ্রস্থল।
এই বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এরই মধ্যে লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে সহিংসতার পরিমাণ হ্রাস পেয়েছে।
পাকিস্তান এই বিচ্ছিন্নতবাদীদের সহায়তা ও মদদ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে ভারত। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেছে, ভারত্ই কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের মানবাধিকার লংঘন করে আসছে।
ভারত ও পাকিস্তান, উ ভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। প্রতিবেশী এ দুই দেশ তাদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিনবার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুটো যুদ্ধই হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে।
উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে আসলেও অঞ্চলটির শুধু পৃথক দুটি অংশই তাদের নিয়ন্ত্রণে রয়েছে।