পুরি উপকূলের কাছে উৎপত্তি হওয়া এই ভূমিকম্প ওড়িশার পাশাপাশি কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অনুভূত হয়েছে।
Published : 25 Feb 2025, 10:04 AM
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে দেশটির উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
এনসিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটে ওড়িশার পুরি উপকূলের কাছে বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।
এই ভূমিকম্প ওড়িশার পাশাপাশি কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলেও অনুভূত হয়েছে।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি। ভূমিকম্পের পর সাগরের পরিস্থিতি কী হয়েছে, তা নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানায়নি বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
গত সপ্তাহে ভারতের রাজধানী নয়া দিল্লি ও আশপাশের অঞ্চলে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। দিল্লির ধৌলাকুঁয়ায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।