এদিন ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডানহাত হিসেবে খ্যাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Published : 07 May 2024, 10:07 PM
ভারতজুড়ে ১০টি রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটোরিতে লোকসভার মোট ৯৩টি আসনে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মোট ৬১ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
মঙ্গলবার ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডানহাত হিসেবে খ্যাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ৪ মে সেখানে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত এবং আরও চার সেনা আহত হওয়া কারণে ভোট গ্রহণ বাতিল করা হয়। আগামী ২৫ মে এই আসনে ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মোদী এবং অমিত শাহ ছাড়াও ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিজ নিজ ভোট দিয়েছেন।
ভারতে লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে। গত ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আগামী ১ জুন চূড়ান্ত দফা ভোট গ্রহণ শেষে ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করার কথা।
মঙ্গলবার তৃতীয় দফা ভোটের মাধ্যমে লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হলো।
মঙ্গলবার যে আসনগুলোতে ভোট হয়েছে সেগুলো বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির শক্তঘাঁটি বলে বিবেচিত। ২০১৯ সালের নির্বাচনে এই ৯২টি আসনের মধ্যে ৭২টিই পেয়েছিল বিজেপি। মোদীর রাজ্য গুজরাটে সেবার ২৬টি আসনে জেতে বিজেপি।