তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্রাজিলের এক কোম্পানির কাছ থেকে অবৈধভাবে অর্থ নিয়ে নির্বাচনি প্রচারে ব্যয় করেছিলেন।
Published : 16 Apr 2025, 04:38 PM
ব্রাজিলের এক কোম্পানির কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনি প্রচারে ব্যয় করার দায়ে সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে পেরুর এক আদালত।
মঙ্গলবার রায় ঘোষণার সময় রাজধানী লিমার ওই আদালতে হুমালা উপস্থিতি ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
হুমালা ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি হেরেদিয়া কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
আদালত বলছে, ব্রাজিলের নির্মাণ কোম্পানি ওদেব্রেখট থেকে অবৈধভাবে অর্থ নিয়ে ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনি প্রচারে ব্যয় করেছিলেন তারা। হুমালার স্ত্রী হেরেদিয়া তাদের দল ন্যাশনালিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতা। তিনি ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশ নেন।
ব্রাজিল হেরেদিয়াকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় তাকে ছেলেসহ দেশটিতে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রাণালয়।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা হুমালার ২০ বছর এবং হেরেদিয়ার সাড়ে ২৬ বছরের সাজা চেয়েছিলেন।
২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরির বিরুদ্ধে এক স্বল্প-মেয়াদী সামরিক বিদ্রোহের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক মহলে আলোচনায় আসেন একসময় মাওবাদী শাইনিং পাথ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা সেনা কর্মকর্তা ওলান্তা হুমালা।
এরপর ২০০৬ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান। সেসময় তার সঙ্গে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেবারের নির্বাচনি প্রচার চালাতে হুমালা শাভেজের কাছ থেকে অবৈধ অর্থ নিয়েছেন বলে কৌঁসুলিরা অভিযোগ করেছেন।
২০১১ সালে ফের নির্বাচনে দাঁড়িয়ে মধ্যপন্থি অবস্থান নেন হুমালা। তখন আর তিনি ভেনেজুয়েলার মতো বিপ্লব করতে চান, তার আদর্শ তখন ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
এই অবস্থান তাকে বেশ জনপ্রিয় করে তোলে, যার হাত ধরে তিনি নির্বাচিতও হন।
যদিও ক্ষমতায় আসার পর বেশ কিছু সহিংস সামাজিক সংঘাত তার জনপ্রিয়তা কমাতে শুরু করে। একসময় কংগ্রেসের অনেক সদস্যের সমর্থন হারিয়ে তিনি আরও দুর্বল হয়ে পড়েন।
আইনি বিপত্তি শুরু হয় ২০১৬ সালে ক্ষমতা ছাড়ার পর। একই বছর ব্রাজিলের নির্মাণ কোম্পানি ওদেব্রেখট স্বীকার করে, ব্যবসায়িক ক্রয়াদেশ পেতে তারা লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল।
তারপরই কৌঁসুলিরা হুমালা ও হেরেদিয়ার বিরুদ্ধে ওদেব্রেখটের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ আনেন।