ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ঘোষণা করেছে, তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি অভিযান চালিয়েছে।
Published : 10 Nov 2024, 10:06 AM
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্মকর্তারা জানান, শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দিনভর এসব হামলায় চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাতে উপকূলীয় শহর টায়ারে দুটি শিশুসহ অন্তত সাতজন নিহত হন। উদ্ধারকাজ চলমান আছে এবং হামলার পর মানবদেহের আরও কিছু বিচ্ছিন্ন অংশ খুঁজে পাওয়া গেছে, এগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করাতে হবে।
এর আগে টায়ারে হামলা চালানোর পূর্ব মুহূর্তে শহরের বিভিন্ন অংশ খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী, কিন্তু এবার তারা এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি; জানিয়েছে রয়টার্স।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার টায়ারের নিকটবর্তী শহরগুলোতেও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে হিজবুল্লাহ ও এর মিত্র আমল গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত উদ্ধারকারী বাহিনীগুলোর সাত চিকিৎসা কর্মীসহ ১৩ জন নিহত হন।
একইদিন ইসরায়েলি বাহিনী ঐতিহাসিক বালবেক শহরের আশপাশের পূর্বাঞ্চলীয় সমভূমিগুলোতেও বিমান হামলা চালায়, এতে অন্তত ২০ জন নিহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা টায়ার ও বালবেক শহর ও এর আশপাশে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে; এগুলোর মধ্যে গোষ্ঠীটির যোদ্ধা, ‘অভিযানের জন্য ব্যবহৃত অ্যাপার্টমেন্ট’ এবং অস্ত্র গুদাম রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছর ধরে ইসরায়েলি হামলায় অন্তত ৩১৩৬ জন নিহত এবং ১৩৯৭৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪ জন শিশু।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ঘোষণা করেছে, শনিবার তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি অভিযান চালিয়েছে।