ঘটনাটি যখন ঘটে তখন হোটেলটিতে ১৪ জন মানুষ ছিলেন, তাদের মধ্যে পাঁচজন অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পেরেছেন।
Published : 07 Aug 2024, 03:47 PM
জার্মানির ক্রোয়েভ শহরে মোসেল নদীর তীরবর্তী একটি আবাসিক হোটেলের ভবন রাতের বেলা আংশিক ধসে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও আটজন আটকা পড়েছেন।
বুধবার স্থানীয় পুলিশ জানিয়েছে, আটকাপড়াদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। যিনি মারা গেছেন তার মৃতদেহের খোঁজ পাওয়া গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
আটকাপড়াদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে পুলিশ, জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, “ধসের ধরনের কারণে অত্যন্ত জরুরিভিত্তিতে অভিযান চালানো দরকার হচ্ছে।”
শুধু উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ভবনটিতে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন তারা।
দমকল ও চিকিৎসা কর্মীরা ভবনটি সামনে জড়ো হয়েছেন। ভবনটির উপরের তলাটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ধসে পড়ে।
এক উদ্ধারকর্মীকে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে এক নারীকে বের করে নিয়ে আসতে দেখা গেছে।
তদন্তকারীদের বিশ্বাস, ঘটনাটি যখন ঘটে তখন হোটেলটিতে ১৪ জন মানুষ ছিলেন, তাদের মধ্যে পাঁচজন অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পেরেছেন।
পুলিশ জানিয়েছে, হোটেলের আশপাশের ঘরবাড়িগুলো থেকে ৩১ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
মোসেল অঞ্চলটি এর ছবির মতো সুন্দর শহর, আঙুর খেত ও খাঁড়া নদীর পাড়ের জন্য বিখ্যাত।