চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
Published : 18 Apr 2025, 06:32 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের দুই হাজার কেজির বেশি চাল জব্দ করা হয়েছে; যা কালোবাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল বলে ভাষ্য খাদ্য বিভাগের।
শুক্রবার সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের আরাম বাজার চৌবিলা এলাকা থেকে চালগুলো জব্দ করা হয় বলে জানান উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলাম।
তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শফিকুল ইসলাম বলেন, সরকারি ন্যায্য মূল্যের চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় লোকজন টের পেয়ে চাল বোঝাই একটি ছোট ট্রাক আটকে রেখে থানায় খবর দেয়।
পরে ঘটনাস্থলে গিয়ে ৫০ কেজি করে ৪১ বস্তা (দুই হাজার ৫০ কেজি) চাল উদ্ধার করে সরকারি গুদামে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান খাদ্য বিভাগের এই কর্মকর্তা।