“রাতে সীমার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তাকে ছুরিকাঘাত করেন”, বলেন ওসি মজিবুর রহমান।
Published : 18 Apr 2025, 06:18 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘পারিবারিক কলহের’ জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বাড়বকুণ্ড ইউনিয়নের চাড়ালকান্দি এলাকায় বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামীর পলাতক থাকার কথা জানিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম সীমা আক্তার (২৫)। তিনি ওই এলাকায় স্বামী মাহমুদুল হকের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
প্রতিবেশীদের বরাতে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে সীমা আক্তারের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তাকে ছুরিকাঘাত করে।
“প্রতিবেশীরা সীমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে সীমা আক্তারের মৃত্যু হয়।”
ঘটনার পর থেকে মাহমুদুল হক পলাতক বলে জানান ওসি মজিবুর।
স্থানীয়রা জানান, সীমার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। আর মাহমুদুলের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। মাহমুদুল স্থানীয় একটি কারখানায় কাজ করেন। সে সুবাদে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।