পর্ন তারকাকে দেওয়া ঘুষের মামলায় নিউ ইয়র্ক আদালতের শুনানিতে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
Published : 10 Jan 2025, 09:21 PM
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডনাল্ড ট্রাম্প ৷ তার আগে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের সাজা ঘোষণার শুনানি হয়েছে শুক্রবার। রায়ে ট্রাম্প এ মামলায় জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন।
আদালতের শুনানিতে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেন ট্রাম্প। পাশে ছিলেন তার আইনজীবী।
শুনানি অনুষ্ঠানের আগে মামলাটি জরুরি ভিত্তিতে স্থগিতের আরজি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের 'হবু প্রেসিডেন্টের আইনজীবীরা ৷ সে চেষ্টা ব্যর্থ হওয়ার পরই হয় শুনানি।
ট্রাম্পের সাজা ঘোষণার রায় দেওয়া হলেও তাকে কোনও কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হবে না বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন নিউ ইয়র্কের বিচারপতি হুয়ান মারচেন।
বিচারপতি বলেছিলেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানার সাজা না দিয়ে বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দিতে পারেন।
শুক্রবার ট্রাম্পকে নিঃশর্তে খালাস দেওয়ার রায়ই দিয়েছেন তিনি। ফলে ট্রাম্প এই মামলায় জেল এবং জরিমানা দুই শাস্তি থেকেই রেহাই পেলেন।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ট্রাম্প। এরপর বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার ৩৪ টি অভিযোগও আছে ট্রাম্পের বিরুদ্ধে।
গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গতবছর ২৬ নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত।
তবে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন।