বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের প্রায় সবাই পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা, ঘোটকি ও অন্যান্য শহরের বাসিন্দা।
Published : 21 Aug 2024, 12:00 PM
ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ শহরের এক চেকপোস্টে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৮ জন পাকিস্তানি পুণ্যার্থী নিহত ও আরও ২৩ জন আহত হয়েছেন।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রেডিও পাকিস্তান এ খবর দিয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ডন অনলাইন।
ডননিউজ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাতে ব্রেক ফেল করার পর বাসটি উল্টে গেলে সেটিতে আগুন ধরে যায়।
বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের প্রায় সবাই পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা, ঘোটকি ও অন্যান্য শহরের বাসিন্দা।
নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী রয়েছেন বলে ইয়াজদ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক জানিয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়াজদ শহরটি ইরানের ইসফাহান শহর থেকে ২৭০ কিলোমিটার উত্তরপূর্বে।
নবী মুহম্মদের (সাঃ) দ্রৌহিত্র হুসেইন ইবনে আলীর শাহাদাত বার্ষিকী আরবাইন উপলক্ষ্যে লাখ লাখ শিয়া মুসলিম এখন ইরাকের কারবালা প্রদেশে জড়ো হয়েছেন। ওই পাকিস্তানি পুণ্যার্থীরাও কারবালার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।