রয়টার্স জাপান করপোরেট জরিপে দেখা গেছে, ১০ টির মধ্যে প্রায় ৯ টি জাপানি কোম্পানিই মনে করে মার্কিন প্রেসিডেন্টর নীতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে।
Published : 20 Feb 2025, 06:32 PM
জাপানের প্রায় ৯০% কোম্পানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যবসার জন্য ক্ষতিকর মনে করে। রয়টার্স জাপান করপোরেট জরিপে বৃহস্পতিবার বেরিয়ে এসেছে এ তথ্য।
এতে দেখা গেছে, ১০ টির মধ্যে প্রায় ৯ টি জাপানি কোম্পানিই মনে করে ট্রাম্পের নীতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে জাপানের বাড়তে থাকা উদ্বেগ এ জরিপে সুস্পষ্ট হয়েছে।
তাছাড়া, উচ্চহারে শুল্ক এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য সংঘাতের আবহ কীভাবে জাপানি কোম্পানিগুলোর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে তাও এই জরিপের ফলে প্রকাশ পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশ জাপান উৎপাদন ও রপ্তানির জন্য চীনের ওপর নির্ভরশীল। জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ কোম্পানি বলেছে, ট্রাম্পের নীতি তাদের ব্যবসার পরিবেশের ওপর বিরূপ বা কিছুটা প্রতিকূল প্রভাব ফেলবে। আর বাদবাকিরা বলেছে, তারা ইতিবাচক বা কিছুটা ইতিবাচক প্রভাব আশা করছে।
গতবছর ডিসেম্বরে একই মাসিক জরিপে ৭৩ শতাংশ কোম্পানি হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকে ব্যবসার পরিবেশের জন্য ক্ষতিকর বলে মত দিয়েছিল। গত মাসে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিয়েছেন।
জাপানের ফার্মগুলোর মধ্যে যারা ট্রাম্পের নীতিকে নেতিবাচক হিসাবে দেখে তাদের ৭২ শতাংশই তার বাণিজ্য কৌশলকে সবচেয়ে ক্ষতিকর বলে মত দিয়েছে। বিশেষ করে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের বিষয়টিকে। আর ২৬ শতাংশ কোম্পানি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘাত গভীর হওয়াকে বড় সমস্যা হিসেবে দেখছে।
জাপানের একটি তথ্য প্রযুক্তি কোম্পানির কর্মকর্তা বলেছেন, “বিশ্ব অর্থনীতিতে সুরক্ষাবাদী নীতির (প্রোটেকশনিজম) বাড়ানোটা নেতিবাচক প্রভাব ছাড়া আর কিছু বয়ে আনে না।”
স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ইতোমধ্যেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তাছাড়া, চীনের পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক এবং কানাডা ও মেক্সিকোর পণ্যেও উচ্চহারে শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প, যা আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রয়েছে।
যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে যেসব দেশ কর আরোপ করবে সেসব দেশের ওপরও একইরকম শুল্ক চাপানোর নির্দেশও দিয়েছেন তিনি। জাপান গাড়ির ওপর কোনও আমদানি শুল্ক আরোপ করে না, তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে বলেছিলেন, জাপানের কিছু নীতিমালা মার্কিন গাড়ি বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছে।
গত মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি ২ এপ্রিল থেকে গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন। এর প্রতিক্রিয়ায় জাপানের একটি ইলেকট্রনিক্স কোম্পানির কর্মকর্তা বলেন, “বিশ্বব্যাপী অটোমোবাইল শিল্প শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হলে সেমিকন্ডাক্টর শিল্পেও এর প্রভাব পড়বে।”