ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
Published : 13 Oct 2024, 11:02 AM
ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার গাজায় হামলা চালিয়ে অন্তত ২৯ জনকে হত্যা করেছে। তারা ট্যাংক নিয়ে জাবালিয়া এলাকার অনেকে ভেতরে ঢুকে পড়েছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, হামাসের যোদ্ধাদের পুনরায় একত্রিত হওয়া ঠেকাতে ইসরায়েল জাবালিয়ায় আক্রমণ চালানোর পর থেকে হাজার হাজার মানুষ সেখানে আটকা পড়ে আছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী জাবালিয়ায় টানা আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।
জাবালিয়ার অবস্থান গাজা ভূখণ্ডের উত্তরাংশে। গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর মধ্যে জাবালিয়া বৃহত্তম।
রয়টার্স জানায়, শনিবার সন্ধ্যায় ও রাতে জাবালিয়ার দু’টি বাড়িতে ও গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় প্রথমে ১০ জনেরও বেশি পরে ১৯ জন নিহত হন।
আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা।
শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজা সিটির উত্তরপ্রান্তের দু’টি এলাকা থেকে সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই এলাকা দু’টিকে ‘বিপজ্জনক যুদ্ধ অঞ্চল’ বলে অভিহিত করেছে তারা।
হামাস শাসিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই এলাকার বাসিন্দাদের ভূখণ্ডটির উত্তরাঞ্চলে সরে না যাওয়ার জন্য এবং দক্ষিণ দিকে রওনা হওয়া এড়ানোর আহ্বান জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, “দখলদাররা যেগুলোকে নিরাপদ বলে দাবি করছে সেখানে তারা প্রতিদিন বোমাবর্ষ ও হত্যা চালিয়ে যাচ্ছে।”
ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযোগ, বেসামরিক ভবনগুলো ব্যবহার করতে থাকা হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে তারা। কামাল আদওয়ান হাসপাতালসহ ওই এলাকাগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার জন্য গত কয়েকদিনে পরিষ্কার নির্দেশনা তারা দিয়েছে বলেও দাবি করেছে।
তারা আরও জানায়, কামাল আদওয়ান হাসপাতাল থেকে রোগীদের গাজা সিটিতে নিয়ে যাওয়ার জন্য শনিবার একটি গাড়িবহর সেখানে হাজির হয়েছে আর তাদের সঙ্গে পর্যাপ্ত জ্বালানিও আছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত কয়েকদিন ধরে জাবালিয়ায় ও নিকটবর্তী এলাকাগুলোতে তাদের বাহিনীর অভিযানে হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছেন। এ সময় তারা অস্ত্রশস্ত্র ও পরিত্যক্ত সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছেন।
বাহিনীটি জানায়, শনিবার ট্যাংকের গোলা, খুব কাছ থেকে ছোড়া বন্দুকের গুলিতে ও বিমান হামলায় ২০ জনেরও বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছেন। তাদের বাহিনীগুলো গাজা ভূখণ্ডজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি বাহিনী এক সপ্তাহ আগে জাবালিয়া ও সংলগ্ন এলাকাগুলোতে আক্রমণ শুরু করে। তখন তারা বলেছিল, হামাসের হামলারত যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে ও তাদের ফের একত্রিত হতে না দিতে তারা এ অভিযান শুরু করেছে।
ইসরায়েলি অভিযোগ প্রত্যাখ্যান করে হামাস বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় জাবালিয়ায় প্রায় ১৫০ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক বছর আগে হামাসকে নির্মূল করার কথা বলে হামলা শুরু করা ইসরায়েলি বাহিনী গাজায় এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ছিটমহলটিকে ধ্বংস করে প্রায় আবর্জনায় পরিণত করেছে।