ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে আয়াজ নামে একজনকে প্রায় ১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়।
Published : 23 Oct 2024, 12:39 PM
ভারতের বেঙ্গালুরুতে ভারি বৃষ্টির পর একটি নির্মানাধীন ভবন ধসে পড়েছে। এই ঘটনায় বুধবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরুর পূর্বাঞ্চলের হোরামাভু আগ্রা এলাকায় ঘটনাটি ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভবন ধসের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারী টিম পৌঁছায় এবং তারা উদ্ধার কাজ চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ধ্বংস্তূপের ভেতরে আটকা পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভবনটি ধসে পড়ার সময় ভেতরে অন্তত ২০ জন ছিলেন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারি বৃষ্টির মধ্যেই বুধবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে ডগ স্কোয়াডও নামানো হয়েছে।
ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে আয়াজ নামে একজনকে প্রায় ১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শনের পর দেওয়া এক বিবৃতিতে জানান, ধ্বংসস্তূপের নিচে ২১ জন আটকা পড়েছেন। ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে টানা বৃষ্টির ফলে বেঙ্গালুরুর বেশ কয়েকটি অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। শহর প্রশাসন বুধবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে। আইটি সংস্থাগুলিও তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে।