সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ওই যুবদল নেতা।
Published : 18 Apr 2025, 06:43 PM
রাজশাহীর বাগমারায় পুকুরের মাছ লুট ও চাঁদা দাবির ঘটনায় মামলা করার একদিন পর বাদীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুজরুক কোলা গ্রামে তার বাড়িতে এ হামলা চালানো হয় বলে মামলার বাদী আবদুল জব্বার শাহের দাবি।
তার অভিযোগ, ১৫-১৬ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
বাদী আরো বলেন, গত ৪ এপ্রিল উপজেলা যুবদলের সাবেক নেতা শহিদুজ্জামান মুকুলের নেতৃত্বে তার ও আরো কয়েকজনের সাতটি পুকুর থেকে মাছ লুট করা হয়।
এ বিষয়ে তিনি বুধবার আদালতে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরদিনই তার বাড়িতে হামলার অভিযোগ তোলেন আব্দুল জব্বার।
তার ভাষ্য, উপজেলা প্রশাসনের কাছ থেকে তিন বছরের জন্য খাস পুকুর ইজারা নিয়ে বৈধভাবে মাছ চাষ করে আসছেন তিনি। মেয়াদ এখনো দুই বছর বাকি রয়েছে। কিছুদিন ধরে শহিদুজ্জামান তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।
চাঁদা না দেওয়ায় মাছ লুট করা হয় বলে অভিযোগ তার।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক যুবদল নেতা শহিদুজ্জামান বলেন, “জব্বার ও তার লোকজন গত ১৬ বছর ধরে অবৈধভাবে পুকুর দখল করে রেখেছেন। আগে এসব পুকুরের আয়ে মসজিদ ও মন্দির পরিচালিত হত। গ্রামের লোকজন পুকুর ফেরত চাইলেও তারা হুমকি দেন। পরে গ্রামের মানুষ নিজেরাই জাল ফেলে মাছ ধরে। আমি ঢাকায় আছি, বাড়িতে হামলার বিষয়ে কিছু জানি না।”
এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।