মার্কিন বিমানবাহী রণতরীতে সফল হামলা চালানোর যে দাবি হুতিরা করেছে তাকে ‘সুনিশ্চিতভাবে মিথ্যা’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
Published : 23 Jun 2024, 01:17 PM
ইয়েমেনের লোহিত সাগরীয় বন্দর হোদেইদাহ থেকে ৬৫ নটিক্যাল মাইল পশ্চিমে ড্রোনের হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার এ হামলার কথা জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এবং ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে।
ইউকেএমটিও এক বিবৃতিতে বলেছে, “জাহাজটির সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানা গেছে আর জলযানটি পরবর্তী বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।”
পৃথক আরেক বিবৃতিতে অ্যামব্রে ক্ষতিগ্রস্ত জাহাজটি ‘লাইবেরিয়ার পতাকাবাহী পুরোপুরি সেলুলার কন্টেইনারবাহী জাহাজ’ বলে জানিয়েছে। কিন্তু জাহাজটির নাম জানায়নি তারা। হতাহত হওয়ার কোনো খবর হয়নি বলেও জানিয়েছে তারা।
ইয়েমেনের ক্ষমতাসীন হুতিরা গত নভেম্বর থেকে লোহিত সাগর ও সংলগ্ন জলসীমায় ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বা গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থনকারী দেশের জাহাজগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করতে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের।
লোতিহ সাগর ও সংলগ্ন এলাকায় ইরানের সমর্থন পাওয়া হুতিদের একের পর এক হামলায় এ পর্যন্ত দু’টি জাহাজ ডুবে গেছে, তারা একটি জাহাজ জব্দ করে নিয়ে গেছে আর অন্তত তিনজন নাবিক নিহত হয়েছেন।
শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী লোহিত সাগরে ২৪ ঘণ্টায় হুতিদের তিনটি দূরনিয়ন্ত্রিত মানুষবিহীন জলযান ধ্বংস করেছে।
সেন্টকম আরও জানায়, এদিন হুতিরা এডেন উপসাগরে তিনটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু এতে ওই জলসীমায় থাকা মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর জাহাজ বা বাণিজ্যিক জাহাজগুলোর উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি এবং কেউ জখমও হয়নি।
মার্কিন বিমানবাহী রণতরী ডোয়াইট ডি. আইজেনহাওয়ারে সফল হামলা চালানোর যে দাবি সম্প্রতি হুতিরা করেছে তাকে ‘সুনিশ্চিতভাবে মিথ্যা’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।