ঘটনার তিন দিন পর নদীর তলদেশ থেকে ডুবে যাওয়া ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার হলে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হয়।
Published : 02 Mar 2025, 03:06 PM
চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের একটি নদীতে ছোট একটি ফেরির সঙ্গে জাহাজের সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার সকালে প্রদেশটির ইউয়ানশুই নদীতে ঘটনাটি ঘটলেও মৃত্যুর সংখ্যা নিশ্চিত হতে কয়েকদিন লেগে যায়। ঘটনার তিন দিন পর ডুবে যাওয়া ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার হলে এ নিয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর হয় বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
হুনানের ইউয়ানলিং কাউন্টির চিংলাং শহরের পাশে নদীতে স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে ঘটনাটি ঘটে। নদীতে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করতে থাকা একটি জাহাজ ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ফেরিটি ডুবে যায় ও আরোহী ১৯ জন পানিতে পড়ে যায়।
এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নদীটিতে প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে।
উদ্ধার পাওয়া এক ব্যক্তি জানান, পা দিয়ে ফেরির একটি জানালা ভেঙে বের হয়ে রক্ষা পান তিনি।
তার এক স্বজন জানান, নদীর অপর পাশের গ্রামগুলো থেকে শহরে যাওয়ার প্রধান অবলম্বন ছিল এই ফেরি।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যে জায়গার দুর্ঘটনাটি ঘটেছে সেখানে নদীটি প্রায় ১৬০০ ফুট প্রশস্ত ও ২০০ ফুটেরও বেশি গভীর।
শুক্রবার কয়েকশ উদ্ধারকারী নদীর তলদেশ থেকে ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হন। তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত আছে। তবে উত্তাল স্রোতের কারণে অভিযান অনেক চ্যালেঞ্জিং হয়ে আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখতে একটি বিশেষ দল পাঠিয়েছে চীনের জরুরি মন্ত্রণালয়।
এ দুর্ঘটনায় জড়িত তেল বজ্র্য পরিষ্কারের কাজে নিয়োজিত জাহাজটি ঘটনার পর জেটিতে ফিরে নোঙর করে আছে। এই জাহাজটিতে যে তিন আরোহী ছিলেন তারা অক্ষত আছেন। পুলিশ তাদের আটক করে তদন্তের অধীনে এনেছে বলে খবর গণমাধ্যমের।