শীঘ্রই আসতে পারে এনএফএস: মোস্ট ওয়ান্টেড গেইমের রিমেইক সংস্করণ

সম্প্রতি ইনস্টাগ্রাম ও এক্স-এ দেওয়া পোস্টে গেইমটির রিমেক সংস্করণে কাজ করার কথা নিশ্চিত করেছেন গেইমের মূল কণ্ঠশিল্পী সায়মন বেইলি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 08:36 AM
Updated : 10 Nov 2023, 08:36 AM

রেসিং গেইম ‘নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড’ গেইমের রিমেইক সংস্করণ নিয়ে শীঘ্রই কাজ শুরু হতে পারে --এমনই দাবি গেইমটির কণ্ঠশিল্পীর।

গেইমটি প্রকাশ পেয়েছিল ২০০৫ সালে। আর এর নির্মাতা কোম্পানি ‘ইলেকট্রনিক আর্টস’ বা ‘ইএ’।

সম্প্রতি ইনস্টাগ্রাম ও এক্স-এ দেওয়া পোস্টে গেইমটির রিমেক সংস্করণে কাজ করার কথা নিশ্চিত করেছেন গেইমের মূল কণ্ঠশিল্পী সায়মন বেইলি, যিনি ‘স্টারগেইট ১’ ও ‘দ্য এল ওয়ার্ড’-এর মতো টিভি শো’তে কাজ করার পাশাপাশি মোস্ট ওয়ান্টেড গেইমে অফিসার টার্ফের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন।

বেইলি’র তথ্য অনুসারে, নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড গেইমের রিমেইক সংস্করণ প্রকাশ পেতে পারে ২০২৪ সালে।

গেইমিংবিষয়ক সংবাদ সাইট ‘ইউরো গেইমার ডটনেট’-এর অনুমান বলছে, ২০১২ সালে ভিডিও গেইম নির্মাতা কোম্পানি ‘ক্রাইটেরিয়ন গেইমস’-এর প্রকাশিত একই নামের রেসিং গেইমের বদলে এটি ইএ’র অঙ্গপ্রতিষ্ঠান ‘ইএ ভ্যাঙ্কুভার’-এর তৈরি ২০০৫ সালে প্রকাশিত মূল গেইমের নতুন রিমেইক সংস্করণ হিসেবে আসবে, যেখানে গেইমের মূল চরিত্র সার্জেন্ট জনাথন ক্রসের সঙ্গীর চরিত্রে পুনরায় কণ্ঠ দেবেন বেইলি।

মোস্ট ওয়ান্টেডের ২০০৫ সালের সংস্করণে দেখানো গল্পে বড় ভূমিকা ছিল ক্রসের চরিত্রে কণ্ঠ দেওয়া ডন ম্যাকেঞ্জি’র। এর মধ্যে রয়েছে রকপোর্টের অবৈধ স্ট্রিট রেসিং সিন বন্ধ করার উদ্দেশ্যে ট্রাফিক অফিসারদের নিয়ে টাস্কফোর্স গঠনের মতো ঘটনাও। তবে, গেইমারের কাজ ছিল সেই নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে গেইমকে এগিয়ে নেওয়া।

বেইলির এ দাবি সত্য হলেও তিনি ও ম্যাকেঞ্জি স্টুডিও’তে ফিরে গেইমের জন্য নতুন লাইন রেকর্ড করেছেন কি না বা এতে মূল গেইমের লাইনগুলোই ব্যবহার করা হবে কি না, তা পরিষ্কার নয়।

২০০৫ সালে প্রকাশ পাওয়ার পর গেইমটি বেশ ইতিবাচক সাড়া ফেলেছিল গেইমারদের মধ্যে। একে ‘অত্যন্ত কার্যকরী গেইম’ হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি ১০-এ আট রেটিং দিয়েছে ইউরোগেইমার।

অন্যদিকে, ইএ’র সাম্প্রতিক এনএফএস গেইম ‘আনবাউন্ড’কে ‘রেকমেন্ডেড’ খেতাব দিয়েছেন ইউরোগেইমারের সাবেক প্রধান সম্পাদক মার্টিন রবিনসন। তবে, সাধারণ গেইমারদের অনাগ্রহের কারণে গেইমটি নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে ইএ।