জানুয়ারি মাস থেকেই নতুন নেভিগেশন ফিচারটি চালু হবে বলে জানিয়েছেন ‘চিফ টুইট’ ইলন মাস্ক।
Published : 01 Jan 2023, 02:49 PM
ডানে-বামে ‘সোয়াইপ করে’ টুইট দেখার ফিচার আসছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে।
‘রেকমেন্ডেড টুইট, ফলোড টুইট, ট্রেন্ড আর টপিক’-এর মত ভিন্ন ভিন্ন শ্রেণিভুক্ত পোস্টগুলো বহুল ব্যবহৃত ডেটিং অ্যাপগুলোর মতই সোয়াইপ করে দেখতে পারবেন ব্যবহারকারী।
জানুয়ারি মাস থেকেই নতুন নেভিগেশন ফিচারটি চালু হবে বলে টুইট করেছেন ‘চিফ টুইট’ ইলন মাস্ক।
ডিসেম্বরের শুরুতে ফিচারটি সম্পর্কে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সে সময় মাস্ক বলেছিলেন, মূল টাইমলাইনে আপনি যে ‘টপ, লেটেস্ট, ট্রেন্ডিং ও টপিক’ ফলো করেন, তা সহজে সোয়াইপ করে দেখার সুযোগ থাকা উচিত।
ব্যবহারকারীর জন্য এরই মধ্যে টাইমলাইন স্ক্রল করে দেখার ফিচার চালু আছে টুইটারে। টুইটগুলোকে ক্রমানুসারে দেখায় এ ফিচার। আর ‘হোম’ টাইমলাইনে স্ক্রিনের ওপরের ডান কোনে থাকা ‘স্টার’ আইকনে চাপলে ব্যবহারকারীর আগ্রহ থাকতে পারে এমন টুইটগুলো ‘রেকমেন্ড’ করে প্ল্যাটফর্মটি।
New Twitter navigation coming in Jan that allows swiping to side to switch between recommended & followed tweets, trends, topics, etc.
— Elon Musk (@elonmusk) December 30, 2022
Until then, tap stars icon on upper right of home screen to switch.
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ লিখেছে, নতুন নেভিগেশন ফিচারের সুবাদে ভিউ বাড়বে প্ল্যাটফর্মের; ব্যবহারকারীদের জন্যেও ফিচারটি তুলনামূলক সুবিধাজনক হবে।
মাস্কের অধীনে যাওয়ার পর টুইটারে যে আপডেটগুলো এসেছে, তার মধ্যে নতুন নেভিগেশন ফিচারটি সম্ভবত ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে ভার্জ। তবে, এতে ব্যবহারকারীদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে।
প্ল্যাটফর্মটির সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ডিসেম্বর মাস থেকেই টুইটারে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছেন ইলন মাস্ক; যার বেশিরভাগই বিবেচিত হচ্ছে ‘তুলনামূলক অপ্রয়োজনীয়’ হিসেবে।
এর মধ্যে আছে টুইটের ‘ভিউ কাউন্ট’ সুবিধা, টুইটার ব্লু সেবা গ্রাহকদের আলাপচারিতায় ‘র্যাংকিং’ ব্যবস্থা এবং বিভিন্ন ব্র্যান্ডের জন্য ‘বর্গাকৃতির প্রোফাইল পিকচার’।