নিজেদের গেইমিং বিভাগ থেকে ১৮০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন।
চাকরিচ্যুত কর্মীদের সোমবার থেকে এ বিষয়ে জানাতে শুরু করেছে অ্যামাজন, সে চিঠি দেখার সুযোগ হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির। নিজেদের স্ট্রিমিং ও থার্ড পার্টি গেইমের ব্যবসা থেকে মনযোগ সরিয়ে নিজস্ব শিরোনাম তৈরি করার দিকে গুরুত্ব দেওয়ার কথা সেখানে বলেছে কোম্পানিটি।
অ্যামাজন গেইমসের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টফ হার্টম্যান ওই চিঠিতে লিখেছেন, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে ‘গেইম গ্রোথ’ ও ‘ক্রাউন চ্যালেন’-এর মতো উদ্যোগগুলো বন্ধ করা হবে। আর ‘থ্রোন অ্যান্ড লিবার্টি’ ও ‘ব্লু প্রোটকল’-এর পাশাপাশি ‘টম্ব রাইডার’ ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এর মতো আসন্ন উন্মোচনের দিকে বেশি মনোযোগ দেবে অ্যামাজন।
“আমি জানি এটা খুবই কঠিন এক সিদ্ধান্ত, আর এর প্রভাবও ছোট নয়।” - লিখেছেন হার্টম্যান। গত এপ্রিলেও একই বিভগ থেকে একশ জনকে ছাঁটাই করেছিল কোম্পানি।
“তবে, আমাদের দল হুট করে এই সিদ্ধান্তে পৌছায়নি। আমাদের ভবিষ্যৎ রোডম্যাপিং ও পরিকল্পনার ফলাফল এটি।”
এ ঘোষণার পর সোমবার অ্যামাজনের শেয়ারমূল্য কমেছে এক শতাংশ।
গত বছর থেকেই উচ্চ সুদের হার ও মুদ্রাস্ফীতির বিপরীতে কোম্পানির খরচ কমানোর প্রচেষ্টা চালাচ্ছেন অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি। আর সে কার্যক্রম চলার মধ্যেই এ ছাঁটাইয়ের ঘোষণা এল। এ ছাড়া, গত শরতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের কার্যক্রম চালিয়েছে অ্যামাজন, যেখানে ছাঁটাই করা কর্মী সংখ্যা ছিল ২৭ হাজার। এর পাশাপাশি, কোম্পানির বিভিন্ন ইউনিটে খরচ কমাতে কর্পোরেট বিভাগেও নিয়োগ বন্ধ করেছেন সিইও।
অক্টোবরে বছরের তৃতীয় প্রান্তিকের হিসাবে অ্যামাজন উল্লেখ করেছে, তাদের কর্মী ছাঁটাইয়ের কার্যক্রমে ইতিবাচক ফলাফল মেলায় কোম্পানির সামগ্রিক আয় ১৩ শতাংশ বেড়ে গিয়ে ঠেকেছে ১৪ হাজার ৩১০ কোটি ডলারে। আর আগের বছরের তুলনায় নেট আয় ২৯০ কোটি ডলার থেকে তিন গুণের বেশি হয়ে দাঁড়িয়েছে ৯৯০ কোটি ডলার।
তবে, ছাঁটাই সিদ্ধান্তের পরও হার্টম্যান লেখেন, গেইমসের ব্যবসা মূল্যায়ন করার পর অ্যামাজন সিদ্ধান্ত নিয়েছে, কোম্পানি ‘গেইমারদের জন্য ভবিষ্যতে আরও ভালো গেইম আনার দিকে’ মনযোগ দেবে।