কানাডার ট্রেজারি বোর্ড বলেছে, সরকারের তথ্য বেহাত হওয়ার প্রমাণ না পাওয়া গেলেও অ্যাপগুলোর তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় ঝুঁকি থাকার বিষয়টি ‘স্পষ্ট’।
Published : 31 Oct 2023, 07:53 PM
প্রাইভেসি ও নিরাপত্তা ঝুঁকিকে কারণ দেখিয়ে নিজ দেশের সরকারি মোবাইল ডিভাইসে চীনা মেসেজিং অ্যাপ উইচ্যাট ও রাশিয়ার অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা।
সোমবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার আগে কানাডার প্রধান তথ্য কর্মকর্তার বিশ্লেষণে উঠে আসে, দেশটির ট্রেজারি বোর্ড এক বিবৃতিতে বলেছে, টেনসেন্ট মালিকানাধীন উইচ্যাট ও মস্কোভিত্তিক ক্যাসপারস্কির তৈরি বিভিন্ন অ্যাপে ‘বড় ধরনের প্রাইভেসি ও নিরাপত্তা’ ঝুঁকি আছে।
এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডেটা সুরক্ষার ছদ্মবেশে কোনো সত্যিকারের প্রমাণ না দেখিয়েই বিভিন্ন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা সরকার, যা ‘জাতীয় সুরক্ষা’ নিয়ে প্রচলিত অজুহাত।
চীন আরও বলেছে, এই নিষেধাজ্ঞার মাধ্যমে জাতীয় ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি দেশের কোম্পানিকে দমিয়ে রাখার মতো আচরণ ফুটে উঠেছে।
“আমরা আশা করি, কানাডীয় পক্ষ নিজেদের আদর্শগত কুসংস্কার ত্যাগ করে বাজার অর্থনীতির নিয়মগুলো মেনে চলার পাশাপাশি চীনা কোম্পানিগুলোর জন্য ন্যায্য, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ তৈরি করবে।” --বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে দেওয়া বিবৃতিতে বলেন চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
ক্যাসপারস্কি বলেছে, তাদের কাছে এই সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক। আর এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকে কোনো সতর্কবার্তা বা সরকারের বিভিন্ন শঙ্কা নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়নি।
“যেহেতু এই কার্যক্রমের সত্যতা নিয়ে তেমন প্রমাণ বা যথাযথ পদ্ধতি অবলম্বণ করা হয়নি, তাই এতে ক্যাসপারস্কির পণ্য ও পরিষেবার মান মূল্যায়নের বদলে মূল বিষয় হিসেবে কাজ করেছে ভূরাজনৈতিক অস্থিরতা।” --বিবৃতিতে বলেছে ক্যাসপারস্কি।
এই প্রসঙ্গে রয়টার্স উইচ্যাটের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।
কানাডার ট্রেজারি বোর্ড বলেছে, সরকারের তথ্য বেহাত হওয়ার প্রমাণ না পাওয়া গেলেও অ্যাপগুলোর তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় ঝুঁকি থাকার বিষয়টি ‘স্পষ্ট’।
“উইচ্যাট ও ক্যাসপারস্কির অ্যাপ্লিকেশন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হল, আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যোগাযোগের সময় কানাডা সরকারের ডেটা যেন নিরাপদ ও সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা।” --বিবৃতিতে বলেছে ট্রেজারি বোর্ড।
রয়টার্স বলছে, সোমবার থেকে কানাডার সরকারি মোবাইল ডিভাইসে এইসব অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হবে।। আর ভবিষ্যতে ব্যবহারকারীদের এইসব অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
গেল ফেব্রুয়ারিতে একই কারণ দেখিয়ে নিজ দেশের সরকারি ডিভাইসে চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল কানাডা।