Published : 21 Apr 2024, 05:35 PM
স্মার্টফোন বা দৈনন্দিন ব্যবহারের যে কোনো ডিভাইসের ব্যাকআপ রাখা জরুরী। কোনো ডিভাইস হারিয়ে গেলে, ভেঙে গেলে ব্যাকআপ থেকেই ডেটা পুনরুদ্ধার করা সম্ভব।
কারো কাছে স্যামসাংয়ের মোবাইল থাকলে ডেটা ব্যাকআপ করার একাধিক উপায় রয়েছে। উদাহরণ হিসাবে, স্যামসাং ক্লাউড বা গুগল ড্রাইভ ব্যবহার করা।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে নিজের স্যামসাং ডিভাইসটি ব্যাকআপ করবেন। ফোন দূরে থাকলেও ডেটা ব্যাকআপ করা সম্ভব বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেক রাডার।
গুগল ড্রাইভ ব্যবহার করে
স্যামসাংয়ের মতো বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ডেটা ব্যাকআপ করার জন্য গুগল ড্রাইভ থাকে। এটি ব্যবহারের উপায়ও সহজ। স্যামসাং ফোনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ চালু করা থাকলে সেটিংস অ্যাপে যান। সেখান থেকে ‘অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ’ অপশনে যান। এবারে ‘গুগল ড্রাইভ’ অপশনের নিচে ‘ব্যাকআপ ডেটা’ অপশনে ট্যাপ করুন।
এখন সামনে একটি স্ক্রিন আসবে, যেখানে দেখাবে গুগল অ্যাকাউন্টে কতটা ফাঁকা জায়গা রয়েছে ও বিভিন্ন ডেটার ব্যাকআপ করার জন্য কতটা জায়গা প্রয়োজন। এ স্ক্রিন থেকে কেবল ‘ব্যাকআপ নাও’ অপশনে ট্যাপ করলেই গুগল ড্রাইভে ডেটা ব্যাকআপ শুরু হয়ে যাবে।
পুরো প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগতে পারে, এবং ‘প্রগ্রেস বার’ ব্যবহারকারীকে দেখাবে কতটুকু ডেটা ব্যাকআপ হওয়া বাকি আছে। ব্যাকআপ চলাকালীন ব্যবহারকারী চাইলে ফোন ব্যবহার করা চালিয়ে যেতে পারবেন।
অন্যান্য অ্যান্ড্রয়েড সংস্করণের ক্ষেত্রেও এ প্রক্রিয়াটি তেমন পরিবর্তন হয় না বলে উল্লেখ করেছে টেক রাডার।
ডিভাইসটি স্যামসাংয়ের হওয়ায় স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করেও ডেটা ব্যাকআপ করা যাবে। এ ক্ষেত্রে, ব্যাকআপ করা হবে স্যামসাং ক্লাউডে। এ পদ্ধতি অনেকটা গুগল ড্রাইভের মতোই।
ফোনের সেটিংস অপশনে যান। ‘অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ’ অপশনটি বেছে নিন। এবারে ‘স্যামসাং ক্লাউড’ অপশনের নিচে ‘ব্যাকআপ ডেটা’ অপশনটি নির্বাচন করুন। এখানে একটি ‘রিস্টোর ডেটা’ অপশনও দেখতে পাবেন। এখানে ট্যাপ করে আগের ডিভাইসের ডেটা পুনরুদ্ধার করা যাবে।
পরের স্ক্রিনে কী কী তথ্য ব্যাকআপ করতে চান সেটি নির্বাচন করে ‘ব্যাকআপ ডেটা নাও’ অপশনে ট্যাপ করুন। প্রতিটি ডেটা টাইপ ও সম্পূর্ণ ব্যাকআপের জন্য প্রগ্রেস পার্সেন্টেজ বা অগ্রগতি শতাংশ দেখতে পারবেন ব্যবহারকারী। এটি চলার সময়েও ফোন ব্যবহার চালিয়ে যেতে পারেন। ব্যাকআপ শেষ হয়ে গেলে, ‘ডান’ বাটনে ক্লিক করুন।
পিসি বা ম্যাকবুক দিয়ে ব্যাকআপ
কেউ যদি পিসি বা ম্যাকবুকের মাধ্যমে স্যামসাংয়ের ফোন ব্যাকআপ করতে চান, সেটিও সহজ। প্রথমে ‘স্যামসাং স্মার্ট সুইচ’ নামের প্রোগ্রামটি ডাউনলোড করে নিন। ফোনটি ইউএসবি কেবল দিয়ে পিসির সঙ্গে কানেক্ট করে প্রোগ্রামটি চালু করুন। স্ক্রিনে আসা ‘ব্যাকআপ’ বাটনে ক্লিক করুন। যদি ফোনে ‘অ্যালাউ’ অপশন আসে, সেখানে ট্যাপ করুন। এবারে প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
তবে, কেউ যদি ব্যাকআপ এনক্রিপট করতে চান বা কোন ডেটা ব্যাকআপ করবেন সেটি বাছাই করতে চান সে জন্য প্রথমে ‘মোর’ অপশনে ক্লিক করুন। এরপরে ‘প্রেফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। তারপরে ওপরে নির্দেশনা অনুসরণ করুন।
যদি ডিভাইসটি ‘স্মার্ট সুইচ’ শনাক্ত করতে না পারে, তবে ডিভাইস ড্রাইভারগুলো পুনরায় ইনস্টল করার চেষ্টা করতে পারেন। এ অপশনটিও ‘মোর’ মেনু থেকে পাওয়া যাবে।
এ ছাড়া, স্মার্ট সুইচ থেকে কোনো ব্যাকআপ করা ডেটা পুনরুদ্ধার করতে চাইলে ‘রিস্টোর’ অপশনে ক্লিক করুন। সম্প্রতি ব্যাকআপটি পুনরুদ্ধার করার জন্য ‘রিস্টোর নাও’ অপশনে ক্লিক করুন, পুরনো ব্যাকআপের ক্ষেত্ররে ‘সিলেক্ট আ ডিফারেন্ট ব্যাকআপ’ নির্বাচন করুন।
ফোন দূরে থাকলে
যদি কেউ ডেটা ব্যাকআপ ছাড়াই ফোন হারিয়ে ফেলেন, তবুও শেষরক্ষা হতে পারে। কারণ যতক্ষণ ফোন চালু ও এতে ইন্টারনেট সংসযোগ থাকবে ততক্ষণ ‘ফাইন্ড মাই মোবাইল’ অপশন থেকে দূর থেকেও ডেটা ব্যাকআপ করা সম্ভব।
এটি করার জন্য,’ফাইন্ড মাই মোবাইল’ ওয়েবসাইটে গিয়ে স্যামসাং অ্যাকাউন্টে লগ ইন করুন। যে ডিভাইসটি ব্যাকআপ করতে চান সেটি নির্বাচন করুন ও 'ব্যাকআপ' বাটনে ক্লিক করুন।
তারপরে স্যামসাং ক্লাউডে কোন ধরণের তথ্য ব্যাক আপ করতে চান তা নির্বাচন করুন এবং 'ব্যাকআপ' অপশনে ক্লিক করুন। পপ-আপ বক্সে 'এগ্রি' অপশনে টিক দিন, তারপর আবার 'ব্যাকআপ' ক্লিক করলেই প্রক্রিয়াটি শুরু হবে।
এভাবে কারো ফোন হারিয়ে গেলেও, ডেটা ব্যাকআপ থেকে যাবে যা পরবর্তীতে পুনরুদ্ধার করতে পারবেন অন্য ডিভাইসে।